৭৯টি দৃশ্যে আপত্তি সেন্সর বোর্ডের, তবে কি রিলিজই হবে না 'উড়তা পঞ্জাব'?

উড়তা পঞ্জাব সেন্সর-বিতর্ক মামলার আজ শুনানি বম্বে হাইকোর্টে। এই ইস্যুতে এমুহুর্তে রীতিমতো ওয়ার জোন বলিউড।

Updated By: Jun 9, 2016, 10:38 AM IST
৭৯টি দৃশ্যে আপত্তি সেন্সর বোর্ডের, তবে কি রিলিজই হবে না 'উড়তা পঞ্জাব'?

ওয়েব ডেস্ক: উড়তা পঞ্জাব সেন্সর-বিতর্ক মামলার আজ শুনানি বম্বে হাইকোর্টে। এই ইস্যুতে এমুহুর্তে রীতিমতো ওয়ার জোন বলিউড।

'উড়তা পঞ্জাব' থেকে উড়ে যাচ্ছে পঞ্জাব, ছবির নাম এখন শুধুই 'উড়তা'!

 সেন্সর বোর্ডের বিরুদ্ধে এককাট্টা সকলেই। বিগ বি থেকে আমির খান, ফারহান আখতার, পরিচালক শ্যাম বেনেগাল, রাকেশ ওমপ্রকাশ মেহরা সহ অনেকেই প্রকাশ্যে এনিয়ে সরব হয়েছেন। এই সিনেমার ৭৯ টি দৃশ্যে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। বহু ডায়লগ, বেশ কিছু দৃশ্য, এমনকি সিনেমার নাম থেকে পঞ্জাব শব্দটি পর্যন্ত ছেঁটে ফেলতে বলা হয়েছে। এর বিরুদ্ধে মুখ খুলেছেন মুম্বই সিনেমা জগতের বিশিষ্টরা। প্রতিবাদে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির প্রযোজকরা। ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কশ্যপ সরাসরি সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আজ আদালত এনিয়ে কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সবপক্ষই। 

.