বিজেপির ইশতাহারে ঠাঁই পেল না পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবি

বিজেপির ইশতাহারে ঠাঁই পেল না মোর্চার দাবি। রয়েছে ছোট রাজ্যের মাধ্যমে বিকেন্দ্রীকরণের পক্ষে সওয়াল। তবে নেই গোর্খাল্যাণ্ডের উল্লেখ। তবে মোর্চার দাবি, ইশতাহারে পরে অন্তর্ভুক্ত করা হবে গোর্খাল্যান্ড ইস্যু।

Updated By: Apr 7, 2014, 08:01 PM IST

বিজেপির ইশতাহারে ঠাঁই পেল না মোর্চার দাবি। রয়েছে ছোট রাজ্যের মাধ্যমে বিকেন্দ্রীকরণের পক্ষে সওয়াল। তবে নেই গোর্খাল্যাণ্ডের উল্লেখ। তবে মোর্চার দাবি, ইশতাহারে পরে অন্তর্ভুক্ত করা হবে গোর্খাল্যান্ড ইস্যু।

নতুন করে গোর্খাল্যান্ড আন্দোলন শুরু হওয়ার পর থেকে কখনই এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেনি বিজেপি। দুহাজার নয়ের ইশতাহারে, গোর্খাল্যান্ডের দাবি সহমর্মিতার সঙ্গে দেখার আশ্বাস দিয়ে মোর্চার সমর্থন আদায় করেছিল তারা। এবারও বিজেপি প্রার্থীকে সমর্থন করছে মোর্চা। বিজেপি প্রার্থীর গলাতেও মোর্চার আবেগের প্রতি সমর্থনের সুর।

রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহার অবস্থান কিন্তু সম্পূর্ণ বিপরীত। পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে শুরু থেকেই তিনি গোর্খাল্যান্ডের বিরোধী।

এরমধ্যেই সোমবার পেশ হয়েছে বিজেপির ইশতাহার। এবারও ছোট রাজ্যের পক্ষে সওয়াল করা হয়েছে। বলা হয়েছে বিকেন্দ্রীকরণের কথা। কিন্তু, নেই গোর্খ্যাল্যান্ডের উল্লেখ। কেন?

মোর্চার দাবি, ছোট রাজ্য নিয়ে বিজেপি ইশতাহারে যা প্রতিশ্রুতি দিয়েছে তা গোর্খাল্যান্ডের দাবিকেই সমর্থন করে। একইসঙ্গে তাদের দাবি,
নির্বাচনী ইশতাহারে পরে গোর্খাল্যান্ডকে সমর্থনের বিষয়টি জুড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপির ইশতাহারকে রাজনৈতিক হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ইশতাহারে গোর্খাল্যান্ড প্রসঙ্গের অনুপস্থিতি পাহাড়ের ভোটে কী প্রভাব ফেলে আপাতত তা দেখার অপেক্ষাতেই রাজনৈতিক মহল।

.