ধর্মদ্রোহিতা রোধ আইনের পরিকল্পনা নেই, জানালেন হাসিনা

হেফাজতের দাবি অনুযায়ী ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। সোমবার এক সাক্ষাত্‍‍‍কারে একথা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অন্যের ধর্মের অনুভূতিতে কেউ আঘাত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা।

Updated By: Apr 9, 2013, 09:17 AM IST

হেফাজতের দাবি অনুযায়ী ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। সোমবার এক সাক্ষাত্‍‍‍কারে একথা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অন্যের ধর্মের অনুভূতিতে কেউ আঘাত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেখ হাসিনা।
গত কয়েক মাস ধরে অগ্নিগর্ভ বাংলাদেশ। যুদ্ধপরাধিদের বিচারের বিরোধীতায় দেশ জুড়ে হিংসা চালাচ্ছে জামাতপন্থী কয়েকটি সংগঠন। ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়নের জন্য সরকারের ওপর চার বাড়াচ্ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন। গত শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ করে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন। ধর্মদ্রোহিতা রোধ আইন প্রণয়ন সহ তেরো দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়। সোমবার এক সাক্ষাত্‍‍‍কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, হেফাজতের কোনও দাবিই মেনে নেওয়া সম্ভব নয়।
জামাতপন্থীদের হিংসা রুখতে বাংলাদেশ সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ। সাক্ষাত্‍‍কারে সেই অভিযোগও অস্বীকার করেন শেখ হাসিনা।
যুদ্ধাপরাধিদের বিচারের নামে আওয়ামী লিগ সরকার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে যে অভিযোগ বিএনপি-জামাত জোট করছে, তারও তীব্র নিন্দা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
 
 

.