আসছেন হিলারি, প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে

কলকাতায় আসছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। তাঁর রবিবারের এই সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। বৃহস্পতিবারই ক্লিন্টনের সফর নিয়ে কথা বলতে মহাকরণে যান মার্কিন ভাইস কনসালের নেতৃত্বে ৬ জনের প্রতিনিধি দল।

Updated By: May 4, 2012, 10:51 AM IST

কলকাতায় আসছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। তাঁর রবিবারের এই সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। বৃহস্পতিবারই ক্লিন্টনের সফর নিয়ে কথা বলতে মহাকরণে যান মার্কিন ভাইস কনসালের নেতৃত্বে ৬ জনের প্রতিনিধি দল।
মহাকরণে মুখ্যমন্ত্রীর দফতর, মুখ্য সচিবের দফতর, কনফারেন্স রুম, ক্যান্টিনের নীচের অংশ, ঢোকা ও বেরোনোর পথ ঘুরে দেখেন তাঁরা। খতিয়ে দেখা হয় অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। হিলারির সফরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন নগরপালের নেতৃত্বে একটি বৈঠক করে কলকাতা পুলিস। প্রাথমিকভাবে জানা গেছে, মার্কিন বিমানবাহিনীর বিশেষ বিমানে কলকাতায় আসছেন হিলারি ক্লিন্টন। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করা ছাড়াও মার্কিন বিদেশ সচিব যেতে পারেন মাদার হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সিআইআই-এ।

.