হাওড়া নির্বাচন কমিশনের কর্মীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী

হাওড়ায় নির্বাচন কমিশনের কর্মীকে হেনস্থার অভিযোগে আজ আরও একনজকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে বিকাশ রায়কে। ঘটনায় অভিযুক্ত বিকাশ রায় আজ সকালে শিবপুর থানায় আত্মসমর্পণ করেন। এরপরেই অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একই কারণে তাঁকে আদালতে পেশ করা যায়নি। এর আগে বুধবার রাতে নিগ্রহকাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী কালো সোনাকে। তাকেও নিজেদের হেফাজতে চায়নি পুলিস। ধৃত কালোসোনাকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।

Updated By: Apr 4, 2014, 09:06 PM IST

হাওড়ায় নির্বাচন কমিশনের কর্মীকে হেনস্থার অভিযোগে আজ আরও একনজকে গ্রেফতার করল পুলিস। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে বিকাশ রায়কে। ঘটনায় অভিযুক্ত বিকাশ রায় আজ সকালে শিবপুর থানায় আত্মসমর্পণ করেন। এরপরেই অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একই কারণে তাঁকে আদালতে পেশ করা যায়নি। এর আগে বুধবার রাতে নিগ্রহকাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী কালো সোনাকে। তাকেও নিজেদের হেফাজতে চায়নি পুলিস। ধৃত কালোসোনাকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।

১লা এপ্রিল মধ্য হাওড়ার কাসুন্দিয়ায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন খুলতে গিয়ে হেনস্থার শিকার হন নির্বাচন কমিশনের হাওড়ার এক কর্মী। তাঁর নাম সৌমেন আচার্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ কাসুন্দিয়ার বিভিন্ন সরকারি ভবন এবং ল্যাম্প পোস্ট থেকে রাজনৈতিক দলগুলির ফ্ল্যাগ-পোস্টার খুলতে যান তিনি। স্বাভাবিক ভাবেই বাদ যায়নি তৃণমূলের ব্যানার-পোস্টারও।

.