চতুর্থবার বাবা হচ্ছেন সইফ, খবর পেয়ে মুখ খুললেন অভিনেতার প্রথম পক্ষের ছেলে

সোহার স্টেটাসেই মন্তব্য করেন ইব্রাহিম খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 13, 2020, 11:57 AM IST
চতুর্থবার বাবা হচ্ছেন সইফ, খবর পেয়ে মুখ খুললেন অভিনেতার প্রথম পক্ষের ছেলে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : পতৌদি পরিবার আসছে নতুন সদস্য়।  অর্থাত ফের বাবা-মা হচ্ছেন সইফ-করিনা। পতৌদি পরিবারের নতুন সদস্য আসার খবর উচ্ছ্বসিত নেট জনতা। সইফ, করিনাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁদের ভক্তরা।  

আরও পড়ুন : 'সড়ক টু'-এর ট্রেলার মুক্তি পাওয়ার পরই 'ডিসলাইক'-এর ঝড়, মুখ ফেরালেন নেট জনতার একাংশ

ভক্তদের পাশাপাশি বি টাউনের একাধিক তারকাও শুভেচ্ছা জানাতে শুরু করেন নবাব-বেগমকে। সোহা আলি খান যখন দাদাকে 'কোয়োডফাদার' বলে সম্মোধন করেন, সেই সময় সইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিমও বাবাকে শুভচ্ছা জানান।  সোহার স্টেটাস দেখে সেখানে বাবার জন্য ইমোজি শেয়ার করেন ইব্রাহিম।  

আরও পড়ুন : স্টেজ থ্রি-তে সঞ্জয়ের ক্যানসার, কী বললেন অভিনেতার স্ত্রী মান্যতা

দেখুন...

সইফের ওই ইমোজি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।  অন্যদিকে সারা আলি খানের জন্মদিনের দিনই খুশি খবর প্রকাশ করা হয়।  করিনা দ্বিতীয়বার মা হচ্ছেন বলে জানানো হয় সইফের পিআর টিমের তরফে।  সইফের পিআর টিমের ওই ঘোষণার পর করিনা নিজে দ্বিতীয়বার মা হচ্ছেন বলে খবর প্রকাশ্য আনেন। 

.