স্টেজ থ্রি-তে সঞ্জয়ের ক্যানসার, কী বললেন অভিনেতার স্ত্রী মান্যতা

ধন্যবাদ জানান অভিনেতার স্ত্রী 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 12, 2020, 02:23 PM IST
স্টেজ থ্রি-তে সঞ্জয়ের ক্যানসার, কী বললেন অভিনেতার স্ত্রী মান্যতা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। মঙ্গলবার রাতে সেই খবর প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। জানা যায়, চিকিতসার জন্য শিগগিরই মার্কিন মুলুকে উড়ে যাবেন বলিউড অভিনেতা। 

আরও পড়ুন : সঞ্জয় দত্তের ক্যানসার, অভিনেতার আরোগ্য কামনায় প্রার্থনা ভক্তদের

সঞ্জয় দত্তের অসুস্থতার খবর পেয়ে যখন তাঁর শুভানুধ্যায়ীরা ট্যুইট করতে শুরু করেন, সেই সময় পারিবারিক বক্তব্য প্রকাশ করেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত। তিনি বলেন, ঈশ্বর আরও একবার তাঁদের পরীক্ষা নিচ্ছেন। সঞ্জয়ের অসুস্থতার খবর পেয়ে যাঁরা আকুল হয়েছেন, অভিনেতার সুস্থতা প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। অন্যবারের মতো এবারও তাঁরা কঠিন সময় পার করতে পারবেন। তবে কোনও ধরনের ভুয়ো খবরে যেন শুভানুধ্যায়ীরা বিশ্বাস না করেন, সেই আবেদনও করেন মান্যতা দত্ত।

দেখুন কী লিখলেন মান্যতা...

 

জানা যাচ্ছে, বর্তমানে স্টেজ থ্রি-তে রয়েছেন সঞ্জয় দত্তের ক্যানসার। তবে ফুসফুসের ক্যানসার ধরা পড়ার পর অভিনেতা মানসিক দিক থেকে বেশ খানিক টা ভেঙে পড়লেও, শিগগিরই তিনি ফের কাজের জগতে ফরে আসবেন। চিকিতসার জন্য বেশ কয়েকদিন তিনি কর্ম জগত থেকে দূরে থাকছেন। শিগগিরই ফের দর্শকদের সঙ্গে তাঁর দেখা হবে বলেও আশা প্রকাশ করেন বলিউডের মুন্নাভাই।

.