'প্রতিটা দিনই হয়ে উঠুক নারী দিবস', বলছেন Mimi Chakraborty

আন্তার্জাতিক নারী দিবস নিয়ে নিজের ভাবনার কথা Zee ২৪ ঘণ্টার সঙ্গে ভাগ করে নিলেন মিমি (Mimi Chakraborty)। 

Updated By: Mar 8, 2021, 08:17 PM IST
'প্রতিটা দিনই হয়ে উঠুক নারী দিবস', বলছেন Mimi Chakraborty

নিজস্ব প্রতিবেদন: একাধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, আবার তাঁকে গায়িকা হিসাবে উল্লেখ করলেও ভুল হয় না। সবটাই সমান তালে সুন্দরভাবে সামালাচ্ছেন মিমি চক্রবর্তী।। আন্তার্জাতিক নারী দিবস নিয়ে নিজের ভাবনার কথা Zee ২৪ ঘণ্টার সঙ্গে ভাগ করে নিলেন মিমি (Mimi Chakraborty)। 

মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)র কথায়, ''আমি মনে করি আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র একদিন উদযাপনের জন্য নয়। আমার মনে হয় প্রতিটা দিনই নারী দিবস হিসাবে উদযাপন করা উচিত। শুধু প্রত্যেকটা দিন বললেও ভুল হবে, প্রতিটি মুহূর্তই নারী দিবস। আমরা ছোটবেলা থেকে মা-কে দেখে এসেছি। তারপর আমাদের চারপাশে অনুপ্রেরণা যোগায় এমন বহু মহিলা রয়েছেন। এখন হয়ত আমরা বিভিন্ন ক্ষেত্রে নারী ক্ষমতায়নের কথা বলি, নারীত্বের কথা বলি। তবে আমার মনে হয় মহিলাদের প্রতি এই সম্মানটা প্রতিটা দিন হৃদয়ের গভীর থেকেই থাকা উচিত। পুরুষদের উচিত মহিলাদের সম্মান করা, শুধুমাত্র কর্মক্ষেত্রে নয়, বাড়িতেও। সমাজের সর্বক্ষেত্রে একজন মহিলার যে ভূমিকা থাকে, সেটাকে যেন সবসময় সম্মান জানানো হয়।''

আরও পড়ুন-নারী-পুরুষের সমতার শিক্ষা পরিবার থেকেই শুরু হোক, লিখলেন Mithila

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

আরও পড়ুন-International Women's Day: কী লিখলেন ঋতুপর্ণা, মিমি, নুসরত, ঋতাভরী-রা

নারী দিবসে নিজের ইনস্টাগ্রামেও একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন মিমি (Mimi Chakraborty)। ভিডিয়োর ভয়েস ওভারে যে কথাগুলি শোনা যাচ্ছে, তা লিখেছেন সাংসদ, অভিনেত্রী নিজেই। সেখানে মেয়েদের নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন মিমি। আপামর নারী জাতির হয়েই তিনি যেন কথাগুলি তিনি। অভিনেত্রী লিখেছেন, ''আমাকে তোমরা উড়তে বলেছ বারবার। বলেছ সমস্ত সীমা পার করে এগিয়ে যেতে। বলেছ ঢেউয়ের মতো, বাতাসের মতো অবাধ হতে। অথচ কবে থেকেই আমি স্বাধীন, কেবল তোমাদেরই চোখে পড়েনি। বলেছ যেমন ইচ্ছে স্বপ্ন দেখতে। কিন্তু এক টুকরো ঘুম উপহার দিয়েছ কি? বলেছ ডানা মেলতে যেদিকে খুশি। কিন্তু ভাগ দাওনি আকাশের। বলেছ দশদিগন্ত সপ্তসিন্ধু পেরিয়ে যেতে। কিন্তু পায়ে কাঁটা ফুটলে এগিয়ে আসোনি। বলেছ, কেবল বলেইছ। হাত বাড়াওনি কখনও। আর যখন এসব তুচ্ছ করে ছুঁয়েছি শিখর, পেয়েছি নতুন পালক যখন মুঠোয় ভরেছি মেঘ আর জিতে নিয়েছি জীবনের বাজি তুমি কি সত্যি খুশি হতে পেরেছ? মন থেকে? আমি নারী, অর্ধেক আকাশ। সবটুকু পারি, পেরে যাব। শুধু বলো, তোমরা কি সঙ্গী হবে, এই সফরের?''

.