গুলজারের কথায় ফিরছে, 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়'

জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়, পতা চলা হ্যায় আরে চাড্ডি পেহেনকে ফুল খিলা হ্যায়, ফুল খিলা হ্যায়...

Updated By: Mar 22, 2016, 01:43 PM IST
গুলজারের কথায় ফিরছে, 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়'

ওয়েব ডেস্ক: জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়, পতা চলা হ্যায়
আরে চাড্ডি পেহেনকে ফুল খিলা হ্যায়, ফুল খিলা হ্যায়...

ছোট বেলায়, রবিবারের সকাল মানেই মুগলি। সব বাচ্চাদের কানেই বাজত 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়'। আমাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে মুগলিও। ছোটা ভীম, ডোরেমনদের ভিড়ে আর খুঁজে পাওয়া যায় না মুগলিকে। আমাদের সেই ছোটবেলা আরও একবার মনে করিয়ে দিতে মুগলিকে বড় পর্দায় আনছে ডিজনি ফিল্মস।
 

রিলিজ হল জাঙ্গল বুক-এর সেই নস্টালজিক টাইটেল ট্র্যাক 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়'। গুলজারের কথায়, বিশাল ভরদ্বাজের মিউজিকে আরও একবার তৈরি হল জঙ্গল বুক ম্যাজিক। ছোটবেলাকে নতুন করে ফিরে দেখাতে ৮ এপ্রিল পর্দায় আসছে 'জাঙ্গল বুক'।

 

 

 

 

.