বলিউডকে 'বুলিউড' তৈরি করে ছেড়েছেন, করিনাকে আক্রমণ কঙ্গনার

কেন কঙ্গনা, সুশান্তকে ব্রাত্য করে দেওয়া হয়! প্রশ্ন তুলে আক্রমণ করিনাকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 4, 2020, 06:36 PM IST
বলিউডকে 'বুলিউড' তৈরি করে ছেড়েছেন, করিনাকে আক্রমণ কঙ্গনার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হচ্ছেন কঙ্গনা রানাউত। এবার বলিউডের পরিবর্তে বি টাউনকে 'বুলিউড' বলে কটাক্ষ করে টিম কঙ্গনা রানাউত। পাশাপাশি স্বজনপোষণের অভিযোগ নিয়ে করিনা কাপুর খানের বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা।

আরও পড়ুন  : সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে, মন্তব্য ইমরান হাসমির

টিম কঙ্গনা রানাউতের তরফে বলা হয়, করিনাজি দর্শক তো আপনাদের বিত্তবান তৈরি করে দিয়েছে। আর তার জেরেই আপনারা বলিউডকে বুলিউডে রূপান্তরিত করে ফেলেছেন। করিনা আপনার প্রিয় বন্ধু কেন কঙ্গনাকে ইন্ডাস্ট্রি ছাড়তে বলেন, তা বলতে পারেন! সুশান্তকে কেন বড় বড় প্রযোজনা সংস্থার তরফে নিষিদ্ধ করে দেওয়া হয়। কঙ্গনাকে ডাইনি এবং সুশান্তকে কেন ধর্ষক বদনাম দিয়ে দাগিয়ে দেওয়া হয় বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। সুশান্ত এবং কঙ্গনাকে কেন বলিউডের বড় বড় পার্টিতে আমন্ত্রণ থেকে ব্রাত্য করে দেওয়া হয়। কেন সুশান্ত এবং কঙ্গনাদের জন্মদিন এবং সিনেমার মুক্তির পর তাঁদের অভিনন্দন জানানো হয় না! তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। কেন কঙ্গনাকে বলিউডে একঘরে করে দেওয়া হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন বলিউডের এই অভিনেত্রী।

আরও পড়ুন  : ভিডিয়ো: 'বোকা বানিও না, এটা খুন', সুশান্ত-মৃত্যুর 'ভার্চুয়াল ময়নাতদন্তে' দাবি চিকিত্সকের

যদিও কঙ্গনার একাধিক প্রশ্নের জবাবে পালটা কোনও উত্তর দেননি করিনা কাপুর খান।

.