আমির, শাহরুখের পর অসহিষ্ণুতা ইস্যুতে এবার সরব করণ জোহর

আমির, শাহরুখের পর অসহিষ্ণুতা ইস্যুতে এবার সরব করণ জোহর। খোলামেলা কথা বললে আজকাল জেলেও যেতে হতে পারে। জয়পুরে এক অনুষ্ঠানে আজ এই মন্তব্য করেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা গোটা বিশ্বেই সবচেয়ে বড় ঠাট্টা বলেও মন্তব্য করেছেন করণ জোহর।রাজস্থানের জয়পুরে চলছে লিটারেচর ফেস্ট। এই প্রাঙ্গনে দাঁড়িয়েই বোমা ফাটালেন চলচ্চিত্র পরিচালক করণ জোহর। মুখ খুললেন অসহিষ্ণুতা ইস্যুতে।

Updated By: Jan 22, 2016, 06:20 PM IST
আমির, শাহরুখের পর অসহিষ্ণুতা ইস্যুতে এবার সরব করণ জোহর

ওয়েব ডেস্ক: আমির, শাহরুখের পর অসহিষ্ণুতা ইস্যুতে এবার সরব করণ জোহর। খোলামেলা কথা বললে আজকাল জেলেও যেতে হতে পারে। জয়পুরে এক অনুষ্ঠানে আজ এই মন্তব্য করেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা গোটা বিশ্বেই সবচেয়ে বড় ঠাট্টা বলেও মন্তব্য করেছেন করণ জোহর।রাজস্থানের জয়পুরে চলছে লিটারেচর ফেস্ট। এই প্রাঙ্গনে দাঁড়িয়েই বোমা ফাটালেন চলচ্চিত্র পরিচালক করণ জোহর। মুখ খুললেন অসহিষ্ণুতা ইস্যুতে।

বিস্ফোরক করণ জোহর, অনুষ্ঠানে তিনি বলেন, আজকের দিনে খোলামেলা কথা বললে জেলেও যেতে হতে পারে। আমাদের দেশে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা বেশ কঠিন। মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বের সবথেকে বড় ঠাট্টা। তিনি মনে করেন, দ্বিতীয় বড় তামাশা হল গণতন্ত্র। আমরা কীভাবে নিজেদের গণতান্ত্রিক বলি সে প্রশ্নও তুলেছেন তিনি! মতপ্রকাশের স্বাধীনতাই বা কোথায়?  একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও,তাঁর মতপ্রকাশের স্বাধীনতা নেই বলেই তিনি মনে করেন।  

সরব বিরোধীরা। করণ জোহরের মন্তব্যের পরেই  ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। অভিযোগ খারিজ বিজেপির। চলতি বছরে সাত রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। ভোট রাজনীতির কথা মাথায় রেখেই অসহিষ্ণুতার ধুয়ো তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি।

 

.