নিরাপত্তারক্ষীকে প্রকাশ্যে হুমকি করণের, ভাইরাল জনপ্রিয় অভিনেতার ভিডিও

বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে

Updated By: Aug 8, 2019, 07:11 PM IST
নিরাপত্তারক্ষীকে প্রকাশ্যে হুমকি করণের, ভাইরাল জনপ্রিয় অভিনেতার ভিডিও

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টির জন্য অসহায়ভাবে হাউজিংয়ের নীচে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানকার নিরাপত্তারক্ষী নাকি নির্মমভাবে কুকুরটিকে মেরে ফেলে। আর ওই ঘটনার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন টেলি অভিনেতা করণ প্যাটেল। অসহায় কুকুরটিকে কেন মেরে ফেলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন করণ। শুধু তাই নয়, যেদিন ওই নিরাপত্তারক্ষীকে হাতের কাছে পাবেন, সেদিন তাঁর মজা দেখাবেন বলেও হুমকি দেন করণ।

আরও পড়ুন : পণের চাপে চরম সিদ্ধান্ত স্ত্রীর, গ্রেফতার 'বাহুবলি' অভিনেতা

দেখুন সেই ভিডিও...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি নিজের সোশাল হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা করণ প্যাটেল। সেখানে তিনি বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্যই সেদিন ওই কুকুরটি হাউজিংয়ের নীচে আশ্রয় নিয়েছিল। কিন্তু বিনা অপরাধে তাকে পিটিয়ে মারা হয়। কেন ওই কুকুরটি ওইভাবে পিটিয়ে মেরে ফেলা হল, তার জবাব দিতে হবে বলে হুমকি দেন করণ। শুধু তাই নয়, ওই নিরপত্তারক্ষীকে হাতে পেলে তাঁর চরম শাস্তি হবে বলেও হুমকি দেন 'ইয়ে হ্যায় মহাব্বতে' অভিনেতা। 

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়ার আগেই অন্তঃসত্ত্বা, খুশিতে ডগমগ বলিউড অভিনেত্রী

করণ প্যাটেলের ওই ভিডিও সামনে আসার পর তাঁর স্বপক্ষে সওয়াল করেন একাধিক টেলি অভিনেতা। যার মধ্যে করণবীর বোহরা, হর্ষ লিম্বাচিয়া, সুয়েশ রাইসহ একাধিক টেলি অভিনেতা রয়েছেন।

.