সঙ্গে প্রিয় মানুষরা, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন Kareena

নিজেই ছবি শেয়ার করে সেই কথা জানান করিনা কাপুর খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 12, 2021, 11:18 AM IST
সঙ্গে প্রিয় মানুষরা, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন Kareena
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​ফের নিজের গার্লস গ্যাঙের সঙ্গে সময় কাটালেন করিনা কাপুর খান। করিশ্মা কাপুর (Karisma Kapoor), মালাইকা অরোরা, অমৃতা অরোরাদের সঙ্গে জীবনের অন্যতম সেরা মুহূর্ত কাটালেন করিনা কাপুর খান।

দেখুন...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

বর্তমানে থার্ড ট্রাইমেস্টার চলছে করিনা কাপুরের (Kareena Kapoor Khan)। করোনাকালে (Corona) দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও করিনা যে বলিউডের অন্যতম ফ্য়াশনিস্তা হিসেবে নিজের জায়গা কে নিয়েছেন, তা বেশ স্পষ্ট। ফলে করিনা যখনই বাড়ির বাইরে বের হচ্ছেন, তখনই তাঁকে দেখে জলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্য়াশ।

আরও পড়ুন : নিক ছোট ১০ বছরের, বিয়ের ২ বছর পর মুখ খুললেন Priyanka Chopra

এদিকে বিরাট-অনুষ্কার (Virat Kohli) জীবনে নতুন অতিথি হাজির হওয়ার পর থেকে তৈমুরকে (Taimur Ali Khan) একাধিক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হচ্ছে। জন্মের পর থেকে বিরুষ্কার সন্তান যেভাবে লাইমলাইট কেড়ে নিতে শুরু করেছে, তাতে তৈমুরের এবার কী হবে বলে অনেকে কটাক্ষ শুরু করেন। এমনকী সোশ্যাল সাইট ভরে উঠতে শুরু করেছে বিভিন্ন ধরনের মিমে। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে। যদিও বিরুষ্কার সন্তানের জন্মের পর তৈমুরকে নিয়ে একের পর এক মিম শেয়ার করা হলেও, তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সইফিনাকে। 

.