বিজেপির সঙ্গে ঘর বাঁধুক `আপ`, কিরণ বেদীর সমঝোতার প্রস্তাব পত্রপাঠ ফেরালেন কেজরিওয়াল

ঐতিহাসিক নির্বাচনের ফলাফলের পরের দিনেই বেনজির সঙ্কট দিল্লি বিধানসভায়। রাজধানী রাজ্যে সরকার গড়বে কে? ৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার পায়নি কোনও দলই। শিরোমণি অকালি দলকে সঙ্গে নিয়ে বিজেপি ৩২টি আসনে জয়ী হয়েছে। আম আদমি পার্টি পেয়েছে আঠাশটি আসন। কংগ্রেসের আট বিধায়কের সমর্থন পাওয়া বিজেপির পক্ষে অসম্ভব। অন্যান্য দুই বিধায়কের সমর্থন জোগাড় করেও বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। বিজেপির সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে আম আদমি পার্টি।

Updated By: Dec 9, 2013, 09:24 PM IST

ঐতিহাসিক নির্বাচনের ফলাফলের পরের দিনেই বেনজির সঙ্কট দিল্লি বিধানসভায়। রাজধানী রাজ্যে সরকার গড়বে কে? ৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার পায়নি কোনও দলই। শিরোমণি অকালি দলকে সঙ্গে নিয়ে বিজেপি ৩২টি আসনে জয়ী হয়েছে। আম আদমি পার্টি পেয়েছে আঠাশটি আসন। কংগ্রেসের আট বিধায়কের সমর্থন পাওয়া বিজেপির পক্ষে অসম্ভব। অন্যান্য দুই বিধায়কের সমর্থন জোগাড় করেও বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। বিজেপির সঙ্গে সমঝোতার প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে আম আদমি পার্টি।

ম্যাজিক ফিগার ৩৬। কিন্তু, সেটা ছুঁতে পারেনি কোনও দলই। শিরোমণি অকালি দলকে নিয়ে বিজেপি দাঁড়িয়ে রয়েছে ৩২-এ। আর আম আদমি জিতেছে আঠাশটি আসনে। এই পরিস্থিতিতে জোট ছাড়া সরকার গড়ার কোনও পথই খোলা নেই। কিন্তু, সরকার গড়তে কাদের হাত ধরবে বিজেপি?

দ্বিতীয় স্থানে থাকা আম আদমি পার্টির অবস্থানও বিজেপির মতোই। সরকার গড়তে কাউকেই পাশে চায় না তারা।

এই অবস্থায় সরকার গড়ার পথ পরিস্কার করতে বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন কিরণ বেদী।

কেজরিওয়ালের দল অবশ্য পত্রপাঠ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

দিল্লি বিধানসভায় একটি আসনে জিতেছে জেডিইউ। তারাও জানিয়ে দিয়েছে, আম আদমি পার্টি র পাশেই দাঁড়াবেন তাদের বিধায়ক।

তাহলে কি সঙ্কটমোচন হতে শেষপর্যন্ত এগিয়ে আসবে কংগ্রেস? সেই সম্ভাবনাতেও জল ঢেলে দিয়েছেন শীলা দীক্ষিত।

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই তৈরি হয়েছে সঙ্কট। কে গড়বে সরকার? কী করে কাটবে অচলাবস্থা? তাহলে কি আবারও ভোটের দিকে এগোচ্ছে দিল্লি?

.