KRK : 'আরও একটা সুশান্তকাণ্ড চাই না, বাবাকে বাঁচান'

প্রায় দিনই বিতর্কিত ট্যুইট করে খবরের শিরোনামে উঠে আসেন KRK। স্বঘোষিত ফিল্ম বিশ্লেষক তিনি। কিন্তু একী! বৃহস্পতিবার, হঠাৎ KRK-র টুইটার হ্যান্ডেল থেকে একী লিখলেন, তাঁর বছর ২৩-এর ছেলে ফয়সল কামাল। আতঙ্কিত ফয়সল লেখেন, তাঁর বাবার প্রাণ সংশয় রয়েছে। বাবাকে সাহায্যের জন্য আবেদন করে নিজের ট্যুইট অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করেন তিনি। ফয়সলের কাতর আর্তি, 'আমি চাই না, আমার বাবার পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো হোক।'

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 8, 2022, 08:38 PM IST
KRK : 'আরও একটা সুশান্তকাণ্ড চাই না, বাবাকে বাঁচান'

KRK, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : প্রায় দিনই বিতর্কিত ট্যুইট করে খবরের শিরোনামে উঠে আসেন KRK। স্বঘোষিত ফিল্ম বিশ্লেষক তিনি। কিন্তু একী! বৃহস্পতিবার, হঠাৎ KRK-র টুইটার হ্যান্ডেল থেকে একী লিখলেন, তাঁর বছর ২৩-এর ছেলে ফয়সল কামাল। আতঙ্কিত ফয়সল লেখেন, তাঁর বাবার প্রাণ সংশয় রয়েছে। বাবাকে সাহায্যের জন্য আবেদন করে নিজের ট্যুইট অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করেন তিনি। ফয়সলের কাতর আর্তি, 'আমি চাই না, আমার বাবার পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো হোক।'

একটা নয় বাবার ট্যুইটার হ্যান্ডেল থেকে বৃহস্পতিবার মোট দুটি ট্যুইট করেন কামাল আর খানের ছেলে ফয়সল। প্রথম ট্যুইটে লেখেন, 'আমি KRK-র ছেলে ফয়সল কামাল। মুম্বইতে কিছু লোকজন আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমার বয়স মাত্র ২৩, আমি লন্ডনে থাকি। আমি জানি না, বাবাকে এখান থেকে বাবাকে কীভাবে সাহায্য করব। আমি জুনিয়র বচ্চন, রীতেশ দেশমুখ,দেবেন্দ্র ফড়নবিশ-এর কাছে আমার বাবার প্রাণ বাঁচানোর আর্তি জানাচ্ছি। আমি এবং আমার বোন কেউই ওঁকে ছাড়া বাঁচব না।'

আরও পড়ুন-'কাঁচাবাদাম' অঞ্জলির অশ্লীল MMS, মুখ খুললেন উর্ফি!

দ্বিতীয় ট্যুইটে কামাল আর খান লেখেন, 'কারণ উনিই আমার জীবন। আমি চাই ওঁর প্রাণ বাঁচাতে জনতাও আমার পাশে থাকুক। আমি চাই না, সুশান্ত সিং রাজপুতের মতো ওঁর মৃত্যু হোক।'

এদিকে বিতর্কিত ট্যুইট কাণ্ডে বুধবারই জামিনে ছাড়া পেয়েছেন কামাল আর খান। মুম্বইয়ে বরিভেলির ম্যাজিস্ট্রেটের আদালত কামাল আর খানের জামিন মঞ্জুর করেন। গত সোমবার মালাড পুলিস বিতর্কিত ট্যুইটকাণ্ডে গ্রেফতার করেছিল কামাল আর খান-কে। এদিকে অভিনেতা ফিল্ম সমালোচকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারসোভা থানায় কামাল আর খানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় মঙ্গলবার, ভারসোভা পুলিস স্টেশন তাঁর জামিন মঞ্জুর করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.