পাকিস্তানে কেন গেলেন? 'লজ্জাহীন' বলে মিকার উপর ক্ষেপলেন নেটিজেনরা

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কে জড়ান বলিউড গায়ক। 

Updated By: Aug 16, 2019, 05:43 PM IST
পাকিস্তানে কেন গেলেন? 'লজ্জাহীন' বলে মিকার উপর ক্ষেপলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন : ৮ অগাস্ট পাকিস্তানে একটি হাই প্রোফাইল অনুষ্ঠানে যোগ দেন মিকা সিং। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিতর্কে জড়ান বলিউড গায়ক। পাকিস্তানে অনুষ্ঠানে হাজির হয়ে মিকা যখন জোর বিতর্কে জড়ান, সেই সময় তাঁকে নিয়ে আরও একদফা জোর আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন : জন্মভূমির উপর ভালবাসা নেই, আদনান সামিকে অপমান পাকিস্তানিদের
মিকার পাকিস্তানে যাওয়া নিয়ে যখন জোর বিতর্ক শুরু হয়েছে, তখন স্বাধীনতা দিবসে আটারি সীমান্তে হাজির হয়ে 'ভারত মাতা কি জয়' বলে স্লোগান দিতে শুরু করেন বলিউড গায়ক। যা দেখে ক্ষেপে যান নেটিজেনরা। 
নেট জনতার একাংশের কথায়, পাকিস্তানে গিয়ে বিতর্কে জড়ানোর পর মিকা যেভাবে 'ভারত মাতা কি জয়' বলে স্লোগান দিচ্ছেন, তা বিগড়ে যাওয়া পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য। কেউ আবার বলতে শুরু করেন, দুই দেশের দ্বিপাক্ষিক পিরস্থিতি যখন বিগড়ে যেতে শুরু করেছে, তখন মিকা কীভাবে কিছু না ভেবে পাকিস্তানে গেলেন। শুধু তাই নয়, পাকিস্তানের শিল্পীরা যখন ভারতের স্বাধীনতা দিবসকে 'কালো দিন' হিসেবে পালন করেছেন, তখন ভারতীয় শিল্পী হিসেবে পাকিস্তানে কীভাবে গেলেন মিকা, তা নিয়েও উঠছে প্রশ্ন। আবার কেউ কেউ মিকা সিংকে লাজলজ্জাহীন বলে কটাক্ষ করতে শুরু করেন।

 

আরও পড়ুন : পাকিস্তানে যাওয়ায় নিষিদ্ধ,সীমান্তে গিয়ে 'ভারত মাতা কি জয়' বলে স্লোগান মিকার
প্রসঙ্গত করাচিতে মিকা সিংয়ের অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরা হাজির ছিলেন বলে অভিযোগ করা হয়। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

.