MH 370 ভেঙে পড়েছে ভারত মহাসাগরেই, উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দাবি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সাম্প্রতিক উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত মহাসাগরের কোনও প্রত্যন্ত অংশেই ভেঙে পড়েছে নিখোঁজ বিমান MH 370। আজ এমনটাই দাবি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ ঘোষণা করলেন

Updated By: Mar 24, 2014, 08:43 PM IST

সাম্প্রতিক উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারত মহাসাগরের কোনও প্রত্যন্ত অংশেই ভেঙে পড়েছে নিখোঁজ বিমান MH 370। আজ এমনটাই দাবি করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজ ঘোষণা করলেন

দু`সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ বিমানটির তল্লাশিতে নয়া দিশা দেখাল এই উপগ্রহ তথ্য। চলতি মাসের ৮ তারিখ বিমান কর্মচারী ও যাত্রী মিলিয়ে মোট ২৩৯ জনকে নিয়ে কুয়ালা লামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

সোমবার রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বিমানটির সম্পর্কে খোঁজ দেওয়ার সময় জানান এই সংবাদ তিনি গভীর দুঃখ ও আফশোসের সঙ্গে জানাচ্ছেন।

মালয়েশিয়া এয়ারলাইন্সকে তিনি নিখোঁজ বিমানের যাত্রীদের বিমানের খবর পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

.