পর পর হার ছিনতাই ঢাকুরিয়ায়

যাদবপুরের পর এবার ঢাকুরিয়া। ফের গুলি চালিয়ে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। শনিবার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান লেনে সাতসকালে দুধের ডিপোর এক কর্মীর কাছ থেকে হার ছিনতাই করে নেয় ৩ দুষ্কৃতী। শেফালি দে নামে ওই কর্মী তখন দুধের ডিপোর সামনেই ছিলেন। আচমকাই বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তার সোনার হার ছিনিয়ে নেয়।

Updated By: Sep 22, 2012, 01:29 PM IST

যাদবপুরের পর এবার ঢাকুরিয়া। ফের গুলি চালিয়ে হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। শনিবার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান লেনে সাতসকালে দুধের ডিপোর এক কর্মীর কাছ থেকে হার ছিনতাই করে নেয় ৩ দুষ্কৃতী। শেফালি দে নামে ওই কর্মী তখন দুধের ডিপোর সামনেই ছিলেন। আচমকাই বাইকে চেপে তিন দুষ্কৃতী এসে তার সোনার হার ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের সময় একজনকে জাপটে ধরেন শেফালি দেবী। সেসময়ই শূন্যে ৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। ৩ দুষ্কৃতী তাঁদের দিকে বন্দুক তাক করে বলে অভিযোগ। এরপর অবাধেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকাল যাদবপুরের দেশবন্ধু বাজারে একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। একই কায়দায় আজ সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সন্তোষপুরের সার্ভে পার্ক এলাকাতেও। প্রাতঃভ্রমণে বেরোন এক বৃদ্ধার থেকে হার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও দুষ্কৃতীরা বাইকে চেপে আসে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বারবার একই ধরনের ঘটনায় আতঙ্কে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ। পুলিসি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। ছিনতাইয়ের ধরণ দেখে পুলিসের অনুমান যাদবপুর, সার্ভে পার্ক এবংঢাকুরিয়া-তিনটির ক্ষেত্রেই একই চক্র জড়িত।

.