অগ্নি মূল্য বাজার, মধ্যবিত্তের পাতে টান

কাঁদাচ্ছে পেঁয়াজ, অগ্নিমূল্য কাঁদাচ্ছে পিঁয়াজ। রান্না ঘরে নয়। বাজারে। নাসিকের পিঁয়াজ ৫০। পাঞ্জাবের পিঁয়াজ ৬০। মধ্যবিত্ত হয় পিঁয়াজ খাওয়া ছাড়ছেন, নয় অন্য খাতে বাজেট কাটছাঁট করে ঘরে তুলছেন মহার্ঘ পিঁয়াজ।

Updated By: Aug 10, 2013, 11:16 AM IST

কাঁদাচ্ছে পেঁয়াজ, অগ্নিমূল্য কাঁদাচ্ছে পিঁয়াজ। রান্না ঘরে নয়। বাজারে। নাসিকের পিঁয়াজ ৫০। পাঞ্জাবের পিঁয়াজ ৬০। মধ্যবিত্ত হয় পিঁয়াজ খাওয়া ছাড়ছেন, নয় অন্য খাতে বাজেট কাটছাঁট করে ঘরে তুলছেন মহার্ঘ পিঁয়াজ।
 
মাছ-মাংসের চড়া দামে আমিষ বলতে বরাবরের বন্ধু ডিমও বিশ্বাসঘাতকতা করেছে। মার্চে যার দাম ছিল ৩ টাকা, সেই পোলট্রির ডিম এখন সাড়ে চার। দেশি মুরগির ডিম ৭। হাসের ডিম আট।
 
রইল বাকি মাছ। ইলিশ-চিংড়ি-পমফ্রেট এখন শুধু ঢোকে অভিজাত হেঁশেলে। মধ্যবিত্তের আশা ভরসার জায়গা ছিল কাতলা-বোয়াল-পাবদা-পারশে-কই। বাজারদর বলছে...
 
কই ৫৫০
ট্যাংরা ৪৫০
মাগুর ৪০০
পাবদা ৪০০
পারশে ৪০০
 

.