প্রিয়ার এই ভিডিও দেখেছেন, ফের ভাইরাল দক্ষিণী কন্যা
ফের ভাইরাল হল দক্ষিণী কন্যার ভিডিও। এবারও প্রিয়ার সঙ্গী সেই রউশন আবদুল রউফ। এবার একটি শপিং মলে দেখা গেল প্রিয়া প্রকাশকে।
![প্রিয়ার এই ভিডিও দেখেছেন, ফের ভাইরাল দক্ষিণী কন্যা প্রিয়ার এই ভিডিও দেখেছেন, ফের ভাইরাল দক্ষিণী কন্যা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/24/121638-pagepriyaa-praa.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফের ভাইরাল হল দক্ষিণী কন্যার ভিডিও। এবারও প্রিয়ার সঙ্গী সেই রউশন আবদুল রউফ। এবার একটি শপিং মলে দেখা গেল প্রিয়া প্রকাশকে।
আরও পড়ুন : জ্যাকলিনে মুগ্ধ সলমন, দেখুন কী করলেন 'ভাইজান'
ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাবেন, একই কালো গাউন পরে পোজ দিচ্ছেন প্রিয়া। তাঁর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রউফ। ওই সময়ই প্রিয়াকে দেখে বার বার ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। দেখুন সেই ভিডিও..
সম্প্রতি ‘ওরু আদার লাভ’ নামে দক্ষিণী সিনেমার একটি গানে দেখা যায় প্রিয়া প্রকাশকে। সেখানেই প্রিয়ার চোখের ইশারায় আট থেকে আশির হৃদয়ে যেন ঝড় ওঠে। তারপর থেকেই ঝড় ওঠে ইন্টারনেটে। আর এবারও আবদুল রউফের সঙ্গেই ফের ভাইরাল হল প্রিয়া প্রকাশের ভিডিও।