রবিনার সঙ্গে জমিয়ে খুনসুটি, হঠাৎ হাজির অভিনেতার স্ত্রী, তারপর...

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি 

Updated By: Aug 9, 2019, 07:38 PM IST
রবিনার সঙ্গে জমিয়ে খুনসুটি, হঠাৎ হাজির অভিনেতার স্ত্রী, তারপর...

নিজস্ব প্রতিবেদন : টেলিভিশন চ্যানেলের একটি শো-এ রবিনা ট্যান্ডনের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। ৯-এর দশকের অন্যতম সেরা জুটি যখন একই মঞ্চে, তখন তাঁদের সিনেমার জনপ্রিয় ট্র্যাক চলবে না, তা কি হয়? বুঝতেই পারছেন, গোবিন্দা এবং রবিনা ট্যান্ডনের কথাই বলা হচ্ছে।

আরও পড়ুন  : ছুটি কাটাচ্ছেন লস এঞ্জেলসে, ভাইরাল অভিনেতা প্রতীক বব্বরের স্ত্রীর ছবি
দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি 'নাচ বলিয়ে ৯'-এ হাজির হয়েছিলেন গোবিন্দা এবং রবিনা ট্যান্ডন। আর সেখানেই ৯-এর দশকের 'আঁখিয়োসে গোলি মারে' এবং 'ম্যায় ল্যায়লা ল্যায়লা'-তে কোমর দোলান রবিনা এবং গোবিন্দা একসঙ্গে। কিন্তু অনুষ্ঠানের মাঝে আচমকাই এসে হাজির হন গোবিন্দার স্ত্রী সুনিতা। আর তা দেখে রীতিমত থতমত খেয়ে যান গোবিন্দা। শুধু তাই নয়, ওই সময় রবিনা নিজেও গোবিন্দাকে নিজের কাছে টেনে নিয়ে আসেন। সুনিতাও কিন্তু ছেড়ে দেননি ওই সময় গোবিন্দাকে। ফলে গোবিন্দাকে নিয়ে দু'জনের টানাপোড়েন শুরু হয়ে যায়। যদিও পুরোটাই মজার ছলে শুট করা হয়।

.