ছুটি কাটাচ্ছেন লস এঞ্জেলসে, ভাইরাল অভিনেতা প্রতীক বব্বরের স্ত্রীর ছবি

জানুয়ারিতে বিয়ে করেন অভিনেতা রাজ বব্বরের ছেলে

Updated By: Aug 9, 2019, 05:38 PM IST
ছুটি কাটাচ্ছেন লস এঞ্জেলসে, ভাইরাল অভিনেতা প্রতীক বব্বরের স্ত্রীর ছবি

নিজস্ব প্রতিবেদন : জানুয়ারিতে বান্ধবীকে সানিয়ে সাগরকে বিয়ে করেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। বিয়ের ৬ মাস পর এখন লস এঞ্জেলসে ছুটি কাটাচ্ছেন প্রতীক। মার্কিন মুলুকে গিয়ে ছুটি কাটানোর সময় ইন্টারনেটে ভাইরাল হল প্রতীক বব্বর এবং সানিয়া সাগরের ছবি।

 

আরও পড়ুন : বিচ্ছেদের পর কার সঙ্গে সম্পর্কে জড়ালেন নেহা কক্কর?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ছবিতে প্রতীক বব্বর এবং সানিয়া সাগরকে একে অপরের ঠোঁটে উষ্ণ স্পর্শ করতে দেখা যাচ্ছে। এসবের পাশাপাশি সানিয়া সাগরের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। যেখানে কালো পোশাকে দেখা যাচ্ছে সানিয়াকে।
এদিকে জানুয়ারি মাসে বিয়ের পর ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইস ডে উপলক্ষে স্ত্রীর টপলেস ছবি প্রকাশ করেন প্রতীক বব্বর। প্রতীকের স্ত্রীর সেই ছবি প্রকাশ্যে আসতেই জোর সমালোচনার মুখে পড়তে হয় বলিউড অভিনেতাকে। যার জেরে সানিয়ার ওই ছবি নিজের সোশাল সাইট থেকে সরিয়ে ফেলেন প্রতীক। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

.