মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় চুঁচুড়ার রিম্পা

কেওটার একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে এই জায়গায় উঠে আসায় স্বাভাবিক ভাবেই খুশি রিম্পার বাবা-মা।

Updated By: Jul 25, 2018, 08:55 AM IST
মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় চুঁচুড়ার রিম্পা

নিজস্ব প্রতিবেদন: মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থানে এক বঙ্গ তনয়া। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হল হুগলির রিম্পা ঘোষ।

আরও পড়ুন- ঐশ্বর্য, অভিষেকের ঝামেলা? এই ভিডিও থেকেই গুঞ্জন ছড়ায়!

এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৬ হাজার ৯১১ জন প্রতিযোগী। ভারতের বিভিন্ন শহরে এর অডিশন হয়েছিল। গত ১৯ জুলাই দিল্লিতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এখানে প্রধান বিচারক হিসাবে ছিলেন অভিনেতা আব্বাস খান। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম হয় ওড়িশার ঋতু সান্টুকা।

আরও পড়ুন- 'ঠকানোটা রণবীরের অভ্যেস', বললেন দীপিকা

মোট ৫টি বিষয়ের উপর ৫ দিন ধরে চলেছে এই প্রতিযোগিতা। যেখানে তৃতীয় স্থানাধিকারী হয়েছেন চুঁচুড়ার রিম্পা ঘোষ। চুঁচুড়ার কেওটার ঘোষ পাড়ার বাসিন্দা রিম্পা। সে হাওড়ার নিতাই চরণ চক্রবর্তী  মেডিক্যাল কলেজের হোমিওপ্যাথ নিয়ে ডাক্তারি পড়ছেন। নিজের স্বপ্ন সফল করতে প্রথমে কলকাতায় অডিশন দেন রিম্পা। ভবিষ্যতে   মডেলিং-কেই কেরিয়ার হিসাবে নিতে চায় সে।

আরও পড়ুন- ‘পুরুষদের কষ্ট হবে’, কেন এমন বললেন শ্রদ্ধা!

কেওটার একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে এই জায়গায় উঠে আসায় স্বাভাবিক ভাবেই খুশি রিম্পার বাবা-মা। তাঁদের বক্তব্য, তাঁরা মেয়েকে সব ব্যাপারেই উৎসাহ দিয়েছেন।

.