প্রয়াত 'রাম তেরি গঙ্গা মইলি' খ্যাত অভিনেতা রাজীব কাপুর

শোক প্রকাশ বলিউডের 

Updated By: Feb 9, 2021, 02:33 PM IST
প্রয়াত 'রাম তেরি গঙ্গা মইলি' খ্যাত অভিনেতা রাজীব কাপুর
রাজীব কপুর

নিজস্ব প্রতিবেদন: মৃত্যু হল রাজীব কাপুরের। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় 'রাম তেরি গঙ্গা মইলি' খ্যাত অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। ফিল্ম সমালোচক কোমল নাথ নিজের টুইটার হ্যান্ডেলে রাজীব কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করেন। রাজীব কাপুরের (Rajiv Kapoor) মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন বলিউড তারকারা। 

রণধীর কাপুর (Randhir Kapoor) জানান, 'আমি আবার আমার ছোট ভাইকে হারালাম। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন রাজীবকে বাঁচানোর কিন্তু শেষরক্ষা হয়নি।' রণধীর কাপুরের ওই মন্তব্যের পর নীতু কাপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাজীবের মৃত্যুর খবর প্রকাশ করেন। যেখানে রাজীব কাপুরের ছবি দিয়ে 'RIP' ক্যাপশন জুড়ে দেন নীতু কাপুর।

আরও পড়ুন : সম্পর্ক টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হয় দুজনকেই, বললেন Priyanka

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

১৯৮৩ সালে 'এক জান হ্যায় হাম' দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। এরপর বাবা রাজ কাপুরের হাত ধরে 'রাম তেরি গঙ্গা মইলিতে' অভিনয় করেন রাজীব। ওই সিনেমাই তাঁর জীবন বদলে দেয়। এরপর 'আসমান', 'জবরদস্ত', 'হম তো চলে পরদেশ', 'জমিনদার'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব কাপুর। যদিও ১৯৯০ সালে 'জামিনদার' মুক্তির পর আর অভিনয় করতে দেখা যায়নি রাজীব কাপুরকে। ১৯৯০-এর পর পরিচালনা এবং প্রযোজনার কাজ শুরু করে হৃষি কাপুরের ছোট ভাই। অভিনয় থেকে সরে এসে প্রেম গ্রন্থ, আ আব লট চলে-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন রাজীব কাপুর। বলিউডে যিনি 'চিম্পু' নামেই পরিচিত।

.