লকডাউনের জের, কয়েক কোটি টাকা দিয়ে তৈরি 'গাঙ্গুবাঈ'-এর সেট ভেঙে দিলেন বনশালি

কয়েক কোটি টাকা খরচে তৈরি ছবির সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক, প্রযোজক সঞ্জয়লীলা বনশালি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 24, 2020, 02:09 PM IST
লকডাউনের জের, কয়েক কোটি টাকা দিয়ে তৈরি 'গাঙ্গুবাঈ'-এর সেট ভেঙে দিলেন বনশালি

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের কারণেই পিছিয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। যার ফলে শুধুমাত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কয়েকশো কোটি টাকার ক্ষতি হচ্ছে। অন্যান্য ছবির মতোই পিছিয়ে সঞ্জয়লীলা বনশালির গিয়েছে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র শ্যুটিং। যে কারণে কয়েক কোটি টাকা খরচে তৈরি ছবির সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক, প্রযোজক সঞ্জয়লীলা বনশালি।

জানা যাচ্ছে, করোনা নিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ফের কবে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবির শ্যুটিং শুরু হবে তা কারোরই জানা নেই।এদিকে ফিল্ম সিটিতে প্রায় ৬ কোটি টাকা খরচ করে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র জন্য সেট বানিয়েছিলেন বনশালি। যেখানে ৬ এর দশকের কামতিপুরা-র ছবিটি তুলে ধরা হয়েছিল। তবে শ্যুটিং যেহেতু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে, তাই এতদিন সেটের জন্য ভাড়া বহন করাটা অকারণ খরচসাপেক্ষ হয়ে যাচ্ছে বলেনই মনে করছেন প্রযোজক বনশালি। সেটের জন্য যে পরিমাণ ভাড়া গুণতে হচ্ছে, তার থেকে পরে ফের সেট বানিয়ে নেওয়ার খরচ তুলনায় কম। একথা মাথায় রেখেই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র শ্যুটিং সেট ভেঙে ফেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- লকডাউনে বিয়ে ভেস্তে গিয়েছে, জন্মদিনটা বাড়িতেই সেলিব্রেট করলেন বরুণ ধাওয়ান

জানা যাচ্ছে শ্যুটিং সেটটি দেখভালের জন্য গত মার্চ পর্যন্ত টাকাও দিয়েছিলেন সঞ্জয়লীলা বনশালি, তবে লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় অবশেষে সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক প্রযোজক সঞ্জয়লীলা বনশালি। প্রসঙ্গত, বনশালির এই ছবিতে গাঙ্গুবাঈ-এর ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে।  এর আগে গাঙ্গুবাঈ-এর বেশে আলিয়া ভাটের লুকও প্রকাশ্যে আনা হয়েছিল। তবে আপাতত আলিয়ার গাঙ্গুবাঈ সাজা স্থগিত। ফের কবে ছবির শ্যুটিং শুরু হবে, তা ভবিষ্যতই বলবে।

আরও পড়ুন-'গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি', মাফিয়া কুইনের বেশে নজর কাড়া আলিয়া

.