ভারতের সবথেকে বিতর্কিত সিনেমা

সেন্সরের ঘরে ঢোকার আগেই বিতর্ক নিয়ে এল সিনেমা। না, কোনও নগ্নতা, যৌনতা নেই। আছে লাল পতাকা জ্বালিয়ে দেওয়া, আছে নকশাল করার অপরাধে খুন হওয়ার নারকীয় দৃশ্য। এমন এক ছবি, যার ট্রেলরেই লেখা একটি 'সবথেকে বিতর্কিত সিনেমা'। একদিকে রাজনীতি অন্যদিকে রক-বাজি। সিনেমার নাম 'বুদ্ধা ইন এ ট্র্যাফিক জ্যাম'। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনা ও রোহিত শর্মার মিউজিক-দুই মাস্টারের এক সৃষ্টি। সিনেমা আত্মপ্রকাশ করবে ১৩মে ২০১৬। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অনুপম খের, মাহি গিলের মত অভিনেতা-অভিনেত্রীকে। তার আগে প্রকাশিত হল সিনেমার একটি গান, 'সরকার কি দুনিয়া'। দেখুন-

Updated By: Apr 27, 2016, 03:18 PM IST
ভারতের সবথেকে বিতর্কিত সিনেমা

ওয়েব ডেস্ক: সেন্সরের ঘরে ঢোকার আগেই বিতর্ক নিয়ে এল সিনেমা। না, কোনও নগ্নতা, যৌনতা নেই। আছে লাল পতাকা জ্বালিয়ে দেওয়া, আছে নকশাল করার অপরাধে খুন হওয়ার নারকীয় দৃশ্য। এমন এক ছবি, যার ট্রেলরেই লেখা একটি 'সবথেকে বিতর্কিত সিনেমা'। একদিকে রাজনীতি অন্যদিকে রক-বাজি। সিনেমার নাম 'বুদ্ধা ইন এ ট্র্যাফিক জ্যাম'। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনা ও রোহিত শর্মার মিউজিক-দুই মাস্টারের এক সৃষ্টি। সিনেমা আত্মপ্রকাশ করবে ১৩মে ২০১৬। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অনুপম খের, মাহি গিলের মত অভিনেতা-অভিনেত্রীকে। তার আগে প্রকাশিত হল সিনেমার একটি গান, 'সরকার কি দুনিয়া'। দেখুন-

.