পরনে হাসপাতালে গাউন, তৈমুরের জন্মের কয়েক মিনিট আগের ছবি শেয়ার করলেন করিনা

দ্বিতীয়বা অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 17, 2020, 01:56 PM IST
পরনে হাসপাতালে গাউন, তৈমুরের জন্মের কয়েক মিনিট আগের ছবি শেয়ার করলেন করিনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন  : দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। তৈমুরের জন্মের পর এবার ফের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছে কাপুর এবং পতৌদি পরিবার। সম্প্রতি যখন করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখন থেকেই শুরু হয়ে যায় জোর গুঞ্জন। এবার সইফের জন্মদিনের পর পর সামনে এল করিনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্তের ছবি।

আরও পড়ুন : শরীরের মাঝে বেড়ে উঠছে নতুন প্রাণ, সেই অনুভূতি শেয়ার করলেন শুভশ্রী

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তৈমুরের জন্মের কয়েক মুহূর্ত আগে সইফ-করিনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এবার উঠে এল সামজিক মাধ্যমে। যেখানে তৈমুরের জন্মের কয়েক ঘণ্টা আগে নবাব-বেগম যখন হাসপাতালে হাজির হন, তখনকার ছবি। হাসপাতালের গাউন পরেই সইফের সঙ্গে আনন্দের মুহূর্তে ক্যামেরাবন্দি হন কাপুর-কন্যা। দ্বিতীয়বারের অন্তঃসত্ত্বা এবস্থায় এবার করিনার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর দিন মুখে মাস্ক এঁটে হাজির হন রহস্যময়ী মহিলা?

সম্প্রতি সইফ আলি খানের পিআর টিমের তরফে করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনা হয়। পতৌদি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে বলে জানানো হয়। এরপর নিজেই ফের সেই খবর প্রকাশ্যে আনেন করিনা কাপুর। পাশাপাশি বর্তমানে করিনার ফার্স্ট ট্রাইমেস্টার চলছে বলেও জানানো হয়। বড় দাদা হতে চলেছে ছোট্ট তৈমুর, সেই খবর প্রকাশ্যে আসতেই করিনাকে শুভেচ্ছা জানাতে শুরু করে তাঁর অগণিত গুনমুগ্ধ।

.