Shah Rukh Khan | Deepika Padukone| Pathaan: বেশরম রং বিতর্কের মাঝেই ‘পাঠান’-এর নয়া গান, ফের অন্তরঙ্গ শাহরুখ-দীপিকা!

Shah Rukh Khan | Deepika Padukone| Pathaan: আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সিদ্ধার্থ লেখেন, ‘ঝুমে জো পাঠান গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা। সুপার স্পাই পাঠানের অ্যাটিটিউড এখানে সংক্রামক। গানে শাহরুখের এনার্জি, শাহরুখের ভাইব ও শাহরুখের কনফিডেন্স দেখে যে কেউ এই গানে নেচে উঠবে।'

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Dec 20, 2022, 04:07 PM IST
Shah Rukh Khan | Deepika Padukone| Pathaan: বেশরম রং বিতর্কের মাঝেই ‘পাঠান’-এর নয়া গান, ফের অন্তরঙ্গ শাহরুখ-দীপিকা!

Shah Rukh Khan, Deepika Padukone, Pathaan, Besharam Rang Row, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পাঠান’ নিয়ে বিতর্ক তুঙ্গে। চার বছর ধরে শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছে তাঁর ফ্যানেরা। তেমনই এই ছবি বন্ধের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। অ্যাকশনে ভরপুর এই ছবি প্রথম থেকেই খবরের শিরোনামে। কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির প্রথম গান বেশরম রং। সেই গানে শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে চর্চ্চা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মাঝে আসতে চলেছে এই ছবির নয়া গান ‘ঝুমে জো পাঠান’। মঙ্গলবার সামনে এল এই গানের প্রথম ঝলক।

আরও পড়ুন- Trina Saha: ছোটপর্দার অভিনেতারা পঞ্চমশ্রেণীর! ‘অপমানিত’ তৃণা উগরে দিলেন ক্ষোভ

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সিদ্ধার্থ লেখেন, ‘ঝুমে জো পাঠান গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা। সুপার স্পাই পাঠানের অ্যাটিটিউড এখানে সংক্রামক। গানে শাহরুখের এনার্জি, শাহরুখের ভাইব ও শাহরুখের কনফিডেন্স দেখে যে কেউ এই গানে নেচে উঠবে। কাওয়ালি স্টাইলে এই গান আসলে পাঠানের স্টাইলের সেলিব্রেশন। যখন থেকে এই গানটা শাহরুখ শুনেছেন তিনিও মজে এই গানে। আমরা আশা করি ফ্যানেরাও তাঁর সঙ্গে তাল মেলাবেন। এই গানে দীপিকার থেকেও নজর ফেরানো অসম্ভব। তাঁদের কেমিস্ট্রি নজরকাড়া।’

ইতিমধ্যেই পাঠান নাম ও বেশরম রং গান নিয়ে আলোচনার শেষ নেই। এমনকী ছবি নিষিদ্ধ ঘোষণা করার হুমকিও দেওয়া হচ্ছে। এই বিষয়ে মুখ খুলেছেন কিং খান স্বয়ং। সোমবার বিধানসভার স্পিকার গিরিশ গৌতম চ্যালেঞ্জ জানান শাহরুখকে। তিনি বলেন, ‘শাহরুখের উচিত মেয়ের সঙ্গে বসে এই সিনেমা দেখা। শুধু তাই নয়, সেই ছবি পোস্ট করে সবাইকে জানানো উচিত যে তিনি মেয়ের সঙ্গে বসে পাঠান দেখছেন। তাহলে আমি চ্যালেঞ্জ করছি, এরপর আমি ধর্মীয় গুরুকে দিয়ে এরকমই একটা ছবি বানাব ও রিলিজ করাবো।’

আরও পড়ুন- Urfi Javed: দুবাই পুলিশের হাতে আটক উর্ফি জাভেদ, বাতিল হতে পারে ভারতে ফেরার টিকিট

প্রসঙ্গত, বেশরম রং দেখে দীপিকার পোশাক দেখে বিরক্ত মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। যদি সিনেমার সিন ও পোশাক পরিবর্তন না করা হয় তাহলে এই ছবি মধ্যপ্রদেশে ব্যান করার হুমকি দেন তিনি। তাঁর দাবি ছবিতে এই পোশাক পরিবর্তন করতে হবে না হলে ঐ সিন ডিলিট করতে হবে। প্রথম গান মুক্তি থেকে ছবি ঘিরে তৈরি হচ্ছে বাধা। ট্যুইটারে ছবি বয়কটেরও ডাক দিয়েছে একাংশ। এমনকী দীপিকাকে টুকরে টুকরে গ্যাঙের সদস্য বলেও দাবি করে নেটিজেনদের একাংশ। ট্যুইটে নরোত্তম মিশ্র লেখেন, ‘দীপিকার পোশাক খুবই আপত্তিজনক ও গানটিও খুব নোংরা মানসিকতা থেকে তৈরি।’ এখানেই শেষ নয়, সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তাঁর ট্যুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করবে।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.