প্রয়াত শমসাদ বেগম

চলে গেলেন হিন্দি চলচ্চিত্রের প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা শমসাদ বেগম। মঙ্গলবার রাতে মুম্বইতে তাঁর নিজের বাড়িতে মারা গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪। তাঁর মেয়ে ঊষা এদিন বলেন, "বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন শমসাদ বেগম। গতকাল রাতেই তিন মারা যান তিনি।"

Updated By: Apr 24, 2013, 11:55 AM IST

চলে গেলেন হিন্দি চলচ্চিত্রের প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা শমসাদ বেগম। মঙ্গলবার রাতে মুম্বইতে তাঁর নিজের বাড়িতে মারা গেলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪।
তাঁর মেয়ে ঊষা এদিন বলেন, "বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন শমসাদ বেগম। গতকাল রাতেই তিন মারা যান তিনি।"
১৯১৯-এর ৪ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন শমসাদ বেগম। ১৯৪৭-এর ১৬ ডিসেম্বর লাহোরে পেশোয়ার রেডিওতে গান গেয়ে তাঁর আত্মপ্রকাশ।
১৯৫৫-তে স্বামী গণপত লাল বাট্টোর জীবনাবসানের পর থেকে মেয়ে ঊষা রাতরার ও জামাইয়ের সঙ্গে মুম্বইয়ে থাকতেন তিনি।
তাঁর গাওয়া `মেরে পিয়া গয়ে রঙ্গুন`, `কভি আর কভি পার`, `কজরা মোহাব্বতওয়ালা`, `কহি পে নিগাহে কহি পে নিশানা`র মতো বহু গান অমর হয়ে থাকবে সঙ্গীত জগতে।

.