তৃণমূল সরকারের কাজকর্ম সম্পর্কে জানলে আন্না হাজারে তাঁদের পাশে থাকবেন না: সীতারাম

তৃণমূল সরকারের কাজকর্ম সম্পর্কে জানলে আন্না হাজারে তাঁদের পাশে থাকবেন না। আশা সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির। ইতিমধ্যেই সিমলা পুরসভার পক্ষ থেকে এরাজ্যের সরকারের দুর্নীতির তথ্য আন্নাকে পাঠানো হচ্ছে বলেও জানান ইয়েচুরি।

Updated By: Feb 16, 2014, 08:42 PM IST

তৃণমূল সরকারের কাজকর্ম সম্পর্কে জানলে আন্না হাজারে তাঁদের পাশে থাকবেন না। আশা সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির। ইতিমধ্যেই সিমলা পুরসভার পক্ষ থেকে এরাজ্যের সরকারের দুর্নীতির তথ্য আন্নাকে পাঠানো হচ্ছে বলেও জানান ইয়েচুরি।

রাজ্যের মানুষ অবাধে ভোট দিতে পারলে লোকসভা ভোটে বামেদের ফল ভাল হবে। আশা সীতারাম ইয়েচুরির। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পঞ্চায়েত ভোটের মতো জোর করলে এবার প্রতিরোধ করবেন মানুষ।

তড়িঘড়ি তেলেঙ্গানা বিল পাশের বিরুদ্ধে সিপিআইএম। ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির সঙ্গে বৈঠকের পর একথা বললেন সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। গতকালই অকংগ্রেসি-অবিজেপি এগারোটি দলের মঞ্চের তরফে জগনের সঙ্গে দেখা করেন জনতা দল ইউনাইটেডের নেতা শরদ যাদব। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিও বলেছেন, আলোচনার মাধ্যমেই তেলেঙ্গানা সমস্যা মেটাতে হবে। বিজেপি-র সঙ্গে তৃণমূলের সমঝোতা অপ্রত্যাশিত নয়। মন্তব্য সীতারাম ইয়েচুরির।

.