মারণ রোগের কামড়, দিব্যার চিঠিতে কাঁদলেন সোনালি

সোনালিকে চিঠি লিখলেন লিজা রে-ও

Updated By: Jul 9, 2018, 01:43 PM IST
মারণ রোগের কামড়, দিব্যার চিঠিতে কাঁদলেন সোনালি

নিজস্ব প্রতিবেদন : মনীষা কৈরালা, ইরফান খান, লিজা রে-র পর এবার মারণ রোগ থাবা বসাল সোনালি বেন্দ্রের জীবনেও। ক্যান্সারের মত মারণ রোগের থাবা সরিয়ে মনীষা কৈরালা যখন ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন, সেই সময় ইরফান খান এখনও নিউ ইয়র্কে চিকিত্সাধীন। আর এবার বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের ক্যান্সারের খবর পাওয়ার পর পরই মন খারাপ হয়ে যায় বি টাউনে।

আরও পড়ুন : মিঠুনের ছেলের সঙ্গে ভাঙল মেয়ের বিয়ে, বিস্ফোরক মাদালসার মা!

সোনালি বেন্দ্রে যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রর্থনায় সামিল গোটা বলিউড। সোনালি বেন্দ্রেকে ইন্ডাস্ট্রির প্রথম বন্ধু এবং ভাল মানুষ বলে ইতিমধ্যেই চিঠি লেখেন দিব্যা দত্ত। দিব্যার চিঠির উত্তরে কেঁদে ফেলেন সোনালি। এবং তাঁর শুভ কামনার জন্য তাঁকে ধন্যবাদও জানান সোনালি বেন্দ্রে।

আরও পড়ুন : ফাঁস অন্তরঙ্গ কথোপকথন, বিগ বসের প্রতিযোগীর বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী

দিব্যার পাশাপাশি সোনালিকে নিয়ে আপ্লুত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী লিজা রে। সোনালি তাঁর ভাল লাগার একজন মানুষ। সোনালি যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করেছেন লিজা।

.