ক্যান্সারের থাবা, সোনালি বেন্দ্রেকে দেখলে চিনতে পারবেন না

নিউ ইয়র্কে রয়েছেন সোনালি

Updated By: Jul 10, 2018, 01:57 PM IST
ক্যান্সারের থাবা, সোনালি বেন্দ্রেকে দেখলে চিনতে পারবেন না

নিজস্ব প্রতিবেদন : ক্যান্সারের মারণ কামড়ে বিধ্বস্ত তিনি। ক্যান্সারের চতুর্থ স্তরে রয়েছেন বলেও সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। আর এবার চিকিত্সার জন্য এক্কেবারে অন্যরকম হয়ে গেলেন সোনালি। অর্থাত, চুল কাটিয়ে ফেললেন অভিনেত্রী।

আরও পড়ুন : মারণ রোগের কামড়, দিব্যার চিঠিতে কাঁদলেন সোনালি

সোশ্যাল হ্যান্ডেলে নিজের সেই ছবি ও ভিডিও শেয়ার করে যেন অন্যমনষ্ক হয়ে যান বলিউড অভিনেত্রী। যেখানে এক সময় কাঁদতেও দেখা যায় সোনালি বেন্দ্রেকে। কিন্তু, পরিস্থিতি যা-ই হোক না কেন, ক্যান্সারের কাছে তিনি যে কোনওভাবেই হার মানবেন না, তা কিন্তু বেশ স্পষ্ট করে দিয়েছেন বলিউড অভিনেত্রী।

দেখুন সোনালি বেন্দ্রের সেই ভিডিও..  

 

 

প্রসঙ্গত, নিউর এন্ডক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে মার্কিন মুলুকে চিকিত্সাধীন বলিউড অভিনেতা ইরফান খান। চিকিত্সার মাঝেই মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত সিনেমা ‘কারবাঁ’।

.