তবলায় Srikanto Acharya & Mika Sing-এর যুগলবন্দী, সাক্ষী থাকুন এই মুহূর্তের

খ্যাতনামা এই শিল্পীদের এমনই জমকালো আসরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন আরও একজনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 10, 2021, 03:27 PM IST
তবলায় Srikanto Acharya & Mika Sing-এর যুগলবন্দী, সাক্ষী থাকুন এই মুহূর্তের

নিজস্ব প্রতিবেদন : কিশোর কুমারের সেই বিখ্যাত এবং একইসঙ্গে জনপ্রিয় সেই গান 'নয়ন সরসী কেন' গাইছেন অমিত কুমার। সঙ্গতে তবলায় যুগলবন্দী মিকা সিং ও শ্রীকান্ত আচার্য। খ্যাতনামা এই শিল্পীদের এমনই জমকালো আসরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন আরও এক জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। 

ইমনের পোস্ট করা এই ভিডিয়োটি Zee বাংলা সারেগামাপা-র মঞ্চের। পর্দার বাইরে এমনই এক অদেখা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়িকা। ক্যাপশানে লিখেছেন, ''দেখো, আমরা এখানে সবসময় কী দেখতে পাই।'' এই সুন্দর মহূর্তে জন্য Zee বাংলা সারেগামাপা, মিকা সিং, শ্রীকান্ত আচার্য, অমিত কুমারকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ইমন।

আরও পড়ুন-''কৃষক আন্দোলন নিয়ে যা ঘটছে তাতে আতঙ্কিত'' KIFF-এ এসে মুখ খুললেন Anubhav Sinha

 Zee বাংলা সারেগামাপা-র আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করেছেন ইমন চক্রবর্তী।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে শীঘ্রই সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ইমন। ২ ফেব্রুয়ারি ঠিক হয়েছে ইমন-নীলাঞ্জনের বিয়ের দিন। এদিকে কেরিয়ারের ক্ষেত্রেও এবছরই আরো একটি মাইলস্টোন ছুঁতে চলেছেন ইমন। শীঘ্রই  AR রহমানের সুরে হিন্দি গান গাইতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। 

আরও পড়ুন-'Shah Rukh-সই না করা পর্যন্ত সরছি না', 'মন্নত' নিয়ে মন্নতের সামনে ঠায় দাঁড়িয়ে জয়ন্ত

.