''মার্কেটিং বন্ধ করুন, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা সুশান্তের'' বললেন শিবসেনা নেতা

''পুলিস একজনকে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে, কেন? যশরাজ ফিল্মসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, এগুলোর তো কোনও প্রয়োজনই নেই।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 28, 2020, 09:35 PM IST
''মার্কেটিং বন্ধ করুন, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা সুশান্তের'' বললেন শিবসেনা নেতা

নিজস্ব প্রতিবেদন : ''মৃত্যু নিয়ে 'মার্কেটিং' হচ্ছে। এসব বন্ধ হোক। সুশান্ত হতাশার কারণেই আত্মহত্যা করেছেন।'' সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে এমনটাই বললেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। পাশাপাশি, এই মৃত্যু নিয়ে যে নানান পারিপার্শ্বিক আলোচনা হচ্ছে, এবিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সঞ্জয় রাউত।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও তাঁকে নিয়ে হওয়া সাম্প্রতিক সমস্ত আলোচনা নিয়ে শিবসেনার দলীয় মুখপত্র সামনা-তে, কলম ধরেন সঞ্জয় রাউত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমে যে লেখালিখি হচ্ছে, তা নিয়েও কটাক্ষ করেন সঞ্জয় রাউত। তিনি বলেন, ''সংবাদমাধ্যম এই মৃত্যুটাকে উৎসবে রূপান্তরিত করেছে। চাকরি হারিয়ে কোনও তরুণের মৃত্যু হলে, কৃষক আত্মহত্যা করলে তখন কেন খবর হয় না? সুশান্তের মৃত্যু নিয়ে মার্কেটিং হচ্ছে, এটা বন্ধ হোক। '' শিবসেনা নেতা প্রশ্ন তুলেছেন, ''একজন পরিচালক বলেছেন সুশান্ত আত্মহত্যা করবেন তিনি জানতেন। তাহলে তিনি কেন বাঁচানোর চেষ্টা করলেন না?'' এখানে এই একজন পরিচালক বলতে কি সঞ্জয় রাউত মহেশ ভাটের কথা বলতে চেয়েছেন? যদিও এবিষয়টি তিনি স্পষ্ট করেননি।

আর পড়ুন-সুশান্তের সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে পোস্ট ডিলিট হচ্ছে? প্রশ্ন তুললেন রূপা গঙ্গোপাধ্যায়

সঞ্জয় রাউত লেখেন, ''সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই যে এতজন নিরাবতা ভেঙে এত কথা বলছেন, এতে কি আসল সত্যি বের হয়ে আসছে?'' সঞ্জয় রাউতের কথায়, ''সুশান্ত সিং রাজপুতের মানসিক অবস্থা বিশেষ ভালো ছিল না। ব্যর্থতার কারণেই এই হতাশা, যেকারণে ও আত্মহত্যা করে।'' শিবসেনা নেতা আরও লেখেন, ''বালাসাহেব ঠাকরেকে নিয়ে ছবি তৈরির পর জর্জ ফার্নান্ডেজকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা হচ্ছিল৷ যেখানে দুজনের নাম বেছে নেওয়া হয়। তারপর মধ্যে একজন রাজপুত। কারণ, ধোনির বায়োপিক দেখে আমার ওকে উপযুক্ত মনে হয়েছিল। তবে পরে জানানো হয় ও মানসিক অবসাদে ভুগছে। সুশান্ত সিনেমার সেটে যে ধরনের আচরণ করতে তাতে অনেকেরই সমস্যা হত। ''

এখানেই শেষ নয়, সুশান্তের মৃত্যুতে যে 'স্বজনপোষণ', 'নেপোটিজম' বিতর্ক উঠে এসেছে, সেবিষয়টিও খারিজ করেছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, ''বলিউডই সুশান্তকে পরিচয় দিয়েছিল। আর পরিবার, খ্যাতি দিয়ে ছবি চললে, শাহরুখ-সলমনের ছবি ফ্লপ হত না। বলিউডে শুধু স্বজনপোষণ হলে প্রতিদিনই কোনও না কোনও অভিনেতা আত্মহত্যা করতেন। সুশান্তের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ হচ্ছে, এটাও ঠিক নয়।''

আরও পড়ুন-''আস্থা রাখুন, পুলিস সত্য সামনে নিয়ে আসবে'', সুশান্তের মৃত্যু নিয়ে জানাল পুলিস

আরও পড়ুন-সুশান্তের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে রিয়ার ভাই, সৌমিক চক্রবর্তীকে তলব পুলিসের

এখানেই শেষ নয়, শিবসেনা সেনা নেতা আরও লেখেন, ''সুশান্ত তাঁর মানসিক চিকিৎসার জন্য বারবার মনোবিদ বদলেছিলেন। একজন মানুষ যখন বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে তখন মনোবিদ কী করবেন? অথচ পুলিস একজনকে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে, কেন? যশরাজ ফিল্মসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, অনেক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে কি আদৌ কিছু উঠে আসবে? এগুলোর তো কোনও প্রয়োজনই নেই। অন্য কেউ আত্মহত্যা করলে পুলিস সেই মামলা ২৪ ঘণ্টার মধ্যে খতম করে দেয়। এক্ষেত্রে দুসপ্তাহ পার হয়ে গিয়েছে।''

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এই মন্তব্যের পর তাঁকে একহাত নিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তাঁর কথায়, ''মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী মিলে সামনা পত্রিকাটা চালান। আর এই পত্রিকার মাধ্যমে তাঁর পুলিসকে প্রশ্ন করছেন, কেন তদন্ত চালানো হচ্ছে? মুখ্যমন্ত্রীর নিজের পত্রিকাই পুলিসের কাজে সন্দেহ প্রকাশ করছে। তাঁদের তদন্ত থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। মুম্বই পুলিসকে চাপ দেওয়ার পিছনে কী কারণ রয়েছে? ''

.