Swastika-Sushant:'বড় তাড়াতাড়ি চলে গেলে', সুশান্ত সিং রাজপুতের স্মৃতি রোমন্থন স্বস্তিকার

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'(Detective Byomkesh Bakshy)। সুশান্ত সিং রাজপুতকে(Sushant Singh Rajput) দেখা যায় ব্য়োমকেশের চরিত্রে। ছবিতে অঙ্গুরী দেবীর চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে(Swastika Mukherjee)। 

Updated By: Apr 4, 2022, 01:32 PM IST
Swastika-Sushant:'বড় তাড়াতাড়ি চলে গেলে', সুশান্ত সিং রাজপুতের স্মৃতি রোমন্থন স্বস্তিকার

নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) শেষ ছবি 'দিল বেচারা'য় একসঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee)। আবার স্বস্তিকার প্রথম হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন সুশান্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে তৈরি হয়েছিল 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'(Detective Byomkesh Bakshy)। ছবিটি বানিয়েছিলেন মুম্বইয়ের বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। সেই ছবিই পূর্ণ করল সাত বছর। 

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'। সুশান্ত সিং রাজপুতকে দেখা যায় ব্য়োমকেশের চরিত্রে। ছবিতে অঙ্গুরী দেবীর চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। বলিউডে একের পর এক ছবি, ওয়েবসিরিজে চুটিয়ে অভিনয় করছেন তিনি। সাত বছর পর প্রথম ছবির স্মৃতি শেয়ার করলেন স্বস্তিকা। 

স্বস্তিকা লিখেছেন,'সারাদিন নয়ডার প্রবল সূর্যতাপে দগ্ধ হয়ে আগামী প্রজেক্টের শুটিং করলাম। ঝড়ের মতো কাটল সারাদিন। এখন ঘুমাবার চেষ্টা করছি। এরই মাঝে হঠাৎ মনে হল ৩ এপ্রিল শেষ হয়ে গেল। মনে পড়ে আজকের দিনে সাত বছর আগে জাতীয় ছবিতে ডেবিউ করেছিলাম। ছবির নাম ছিল ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী। মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে জীবন অনেক বদলে গেছে। আমার বাবা মা আর নেই। তাঁরা আমার জীবনের এই চ্যাপ্টারের শুরুটা দেখে গেছেন এটাই স্বস্তির। ব্যোমকেশ বাবু বড় তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে। '

আরও পড়ুন: Taslima Nasrin: টিপ বিতর্কে সরব তসলিমা নাসরিন, তোপ দাগলেন মুসলিম পুরুষদের বিরুদ্ধে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.