নানা পাটেকরের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর তুলনা করলেন তনুশ্রী দত্ত

স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকা তুলে কী করেন নানা, প্রশ্ন তুললেন তনুশ্রী 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 9, 2020, 12:30 PM IST
নানা পাটেকরের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর তুলনা করলেন তনুশ্রী দত্ত

নিজস্ব প্রতিবেদন: নানা পাটেকরের বিরুদ্ধে ফের ফুঁসে উঠলেন তনুশ্রী দত্ত৷ আইনজীবী নীতিন সতপুতে-কে সঙ্গে নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে হাজির হন (Bollywood) বলিউডের এই বাঙালি অভিনেত্রী৷ তিনি বলেন, সাদা পঞ্জাবির সঙ্গে গান্ধী টুপি পরে ঘুরলে, কেউ ভাল মানুষ হন না৷  (Asaram Bapu) ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুও তো সাদা পঞ্জাবি পরে ঘোরেন নানা পাটেকরের মতো৷ সাদা পঞ্জাবি পরার জন্য কি আশারাম বাপুর বিরুদ্ধে ওঠা ধর্ষণের সমস্ত অভিযোগকে নস্যাত করে দেওয়া যায়? সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি এভাবেই বলিউডের বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে ফের তোড়েফুড়ে ওঠেন (Tanushree Dutta) তনুশ্রী৷

আরও পড়ুন : বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গোলাপি বিকিনিতে ফটোশ্যুট করলেন বলিউড অভিনেত্রী 
তাঁর অভিযোগ, নাম ফাউন্ডেশনের নাম করে বিভিন্ন বড় বড় কম্পানির কাছে থেকে অর্থ আদায় করেন (Nana Patekar) নানা পাটেকর৷ বলা হয়, নাম ফাউন্ডেশন নামে নানার ওই স্বেচ্ছাসেবী সংস্থা নাকি মহারাষ্ট্রের ৫০০ কৃষককে মাথার উপরে ছাদ তৈরি করে দিয়েছে কিন্তু কে দেখতে গিয়েছে অভিনেতার ওই দাবির মধ্যে কতটা সত্যি রয়েছে৷

আরও পড়ুন : 'মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?' JNU নিয়ে বিস্ফোরক সুনীল শেঠি
এরপরই তনুশ্রী ফের বলেন, তিনিও তো দাবি করতে পারেন কোনও রাজ্যের রানি তিনি৷ চাঁদে বাড়ি রয়েছে তাঁর৷ ৫০০ এলিয়ানের জন্য বাড়ি তৈরি করে দিয়েছেন তিনি৷ এসব বলে কি তিনি পার পাবেন, মানুষ কি তাঁর কথা বিশ্বাস করবেন বলে প্রশ্ন তোলেন অভিনেত্রী৷ যাঁর কাছে অর্থ রয়েছে, তাঁরাই আদালতের বিচার থেকে নিস্তার পান৷ যাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই, তিনি কোনওভাবেই বিচার পান না কিংবা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে পারেন না বলেও কটাক্ষ করেন তনুশ্রী৷ 

আরও পড়ুন  :  পরপর দুবার গর্ভপাত, মানসিকভাবে বিধ্বস্ত কাজল, গোপনীয়তার আড়াল ভেঙে মুখ খুললেন অভিনেত্রী
সম্প্রতি নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সরব হন তনুশ্রী দত্ত৷ তিনি দাবি করেন, 'হর্ন ওকে প্লিজ' নামে একটি সিনেমার শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তাঁকে নানাভাবে হেনস্থা করেছেন৷ নানার পাশাপাশি ওই সিনেমার প্রযোজক এবং কোরিওগ্রাফারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী দত্ত৷

.