তনুশ্রী দত্ত-র এখনকার ছবিটা দেখেছেন?

‘আশিক বানায়া আপনে’ ছবিটা দেখেননি, নতুন প্রজন্মের এমন ব্যক্তি বোধহয় কেউ নেই। মারাত্মক হিট হয়েছিল ছবিটি। ইমরান হাসমির সঙ্গে তনুশ্রী দত্তর কেমিস্ট্রিও খুবই জনপ্রিয় হয়েছিল। তারপর আরও কয়েকটি সিনেমা। এরপর হঠাত্‌ই রুপোলি পর্দা থেকে হারিয়ে যান ডাকসাইটে সুন্দরী তনুশ্রী দত্ত।

Updated By: Feb 17, 2017, 11:30 AM IST
তনুশ্রী দত্ত-র এখনকার ছবিটা দেখেছেন?

ওয়েব ডেস্ক: ‘আশিক বানায়া আপনে’ ছবিটা দেখেননি, নতুন প্রজন্মের এমন ব্যক্তি বোধহয় কেউ নেই। মারাত্মক হিট হয়েছিল ছবিটি। ইমরান হাসমির সঙ্গে তনুশ্রী দত্তর কেমিস্ট্রিও খুবই জনপ্রিয় হয়েছিল। তারপর আরও কয়েকটি সিনেমা। এরপর হঠাত্‌ই রুপোলি পর্দা থেকে হারিয়ে যান ডাকসাইটে সুন্দরী তনুশ্রী দত্ত।

২০০৩ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তনুশ্রী। এখন তিনি একেবারেই বদলে গিয়েছেন। কিন্তু কেমন দেখতে হয়েছে এখন তাঁকে? সম্প্রতি তনুশ্রীর বোন ইশিতা দত্ত তাঁর একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন এখন কেমন দেখতে হয়েছে মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তকে।

 

.