অনিশ্চিত টেটের ভবিষ্যৎ

প্রাথমিক টেট পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল লক্ষাধিক অপ্রশিক্ষণ প্রাপ্তদের ছাত্র -ছাত্রীর ভবিষ্যত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চে রাজ্যসরকারের আইনজীবী জানান অপ্রশিক্ষণ প্রাপ্তরা যাতে পরীক্ষা দিতে পারেন সেজন্য মানবস্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে । কিন্তু নিয়ম অনুযয়ী নতুন করে এই ছাড় আর দেওয়া সম্ভব নয়।

Updated By: Mar 27, 2014, 11:29 PM IST

প্রাথমিক টেট পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল লক্ষাধিক অপ্রশিক্ষণ প্রাপ্তদের ছাত্র -ছাত্রীর ভবিষ্যত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চে রাজ্যসরকারের আইনজীবী জানান অপ্রশিক্ষণ প্রাপ্তরা যাতে পরীক্ষা দিতে পারেন সেজন্য মানবস্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে । কিন্তু নিয়ম অনুযয়ী নতুন করে এই ছাড় আর দেওয়া সম্ভব নয়।

তাই অপ্রশিক্ষণপ্রাপ্তদেরব ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়ল বলে মনে করা হচ্ছে। প্রাথমিক টেটের পরীক্ষা হবে নির্দিষ্ট সময় মেনেই। কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চের এই রায়ের পরও রাজ্যসরকার লোকসভা নির্বাচনের যুক্তি দেখিয়ে পরীক্ষা পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। এর ফলে নতুন করে অপ্রশিক্ষণপ্রাপ্তদের পরীক্ষা দেওয়া নিয়ে জটিলতা বেড়েছে। টেট পরীক্ষা হয় যে এনসিটিই গাইড লাইন মেনে সেখানে স্পষ্ট নির্দেশ ছিল পরীক্ষা নিতে হবে ৩১মার্চের মধ্যে। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে পরবর্তী সময়ে টেট পরীক্ষা হলে অপ্রশিক্ষণ প্রাপ্তরা এই পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

এনসিটিই গেজেট নোটিফিকেশনে স্পষ্ট নির্দেশ রয়েছে যেকোন রাজ্যের জন্য একবার অপ্রশিক্ষণপ্রাপ্তদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে। যেহেতু ইতিমধ্যেই ওই সুবিধা পেয়েছে রাজ্যসরকার তাই নতুন করে এই আবেদন অর্থহীন।ফলে অপ্রশিক্ষণপ্রাপ্তদের পরীক্ষার ব্যবস্থা নিয়ে রাজ্যসরকারের সদিচ্ছা নিয়েই এবার প্রশ্ন উঠছে।

.