The Kashmir Files-র প্রশংসায় মোদি, 'গুজরাট ফাইলস বানাতে চাই, রিলিজ হতে দেবেন তো!'প্রধানমন্ত্রীকে প্রশ্ন পরিচালকের

সম্প্রতি এই ছবি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন,'সব জায়গায় কাশ্মীর ফাইলস(The Kashmir Files) ছবির চর্চ্চা চলছে। আর যাঁরা সিনেমার ধ্বজাধারী হয়ে ঘোরে তাঁদের মাথা ঘুরে গেছে। তথ্য় আর আর্টের উপর তৈরি এই ছবির প্রশংসা না করে ছবিটিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।'

Updated By: Mar 16, 2022, 06:12 PM IST
The Kashmir Files-র প্রশংসায় মোদি, 'গুজরাট ফাইলস বানাতে চাই, রিলিজ হতে দেবেন তো!'প্রধানমন্ত্রীকে প্রশ্ন পরিচালকের

নিজস্ব প্রতিবেদন: বক্স অফিসে(box office) সফল বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। চারটি বিজেপি(BJP) শাসিত রাজ্যে ইতিমধ্যেই করমুক্ত করা হয়েছে এই ছবি। মঙ্গলবারই কলকাতার বিজেপি বিধায়করা দলবেঁধে সিনেমাহলে দেখতে গিয়েছিলেন এই ছবি। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও অসমে এই ছবি দেখার জন্য ছুটিও ঘোষণা করেছে সরকার। এমনকি সম্প্রতি ছবিটি দেখেছেন প্রধানমন্ত্রীও(prime minister)। ছবির প্রশংসায় পঞ্চমুখ তিনি। 

কাশ্মীর থেকে কাশ্মীর পন্ডিতদের নির্বাসনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে একদিকে যেমন আপ্লুত দর্শক, তেমনই অন্যদিকে এই ছবিকে বিজেপির উদ্দেশ্যমূলক প্রচার হিসাবেও দাগিয়ে দিয়েছেন অনেকে। সম্প্রতি এই ছবি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন,'সব জায়গায় কাশ্মীর ফাইলস ছবির চর্চ্চা চলছে। আর যাঁরা সিনেমার ধ্বজাধারী হয়ে ঘোরে তাঁদের মাথা ঘুরে গেছে। তথ্য় আর আর্টের উপর তৈরি এই ছবির প্রশংসা না করে ছবিটিকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কেউ যদি সত্যি ঘটনা তুলে আনার সাহস দেখাচ্ছে কিন্তু সেই সত্যি মেনে নেওয়ার সাহস নেই, সেই সত্যি সকলে জানুক তা মেনে নেওয়ার সাহসনেই, তাই বিগত ৪-৫ দিন ধরে ষড়যন্ত্র চলছে। সত্য ঘটনা তুলে আনা সবসময় দেশের পক্ষে হিতকর। তার অনেক দিক থাকতে পারে। যার মনে হয়েছে এই সিনেমায় ভুল দেখানো হয়েছে সে আরেকটা সিনেমা বানাক।'

প্রধানমন্ত্রীর এই ভিডিও টুইট করে বলিউডের আরেক পরিচালক বিনোদ কাপরি(Vinod Kapri)  ঘোষণা করেছেন যে তিনি গুজরাট দাঙ্গার উপর ‘গুজরাট ফাইলস’(Gujrat Files) নামে একটি ছবি বানাতে চান। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, সেই ছবি কি মুক্তি পাবে?বিনোদ কাপ্রি তাঁর প্রথম টুইটে প্রধানমন্ত্রী মোদিকে ট্যাগ করে লেখেন, 'তথ্য ও শিল্পের উপর ভিত্তি করে গুজরাট ফাইলস নামে একটি ছবি তৈরি করতে আমি প্রস্তুত এবং এই ঘটনায় আপনার ভূমিকাও বিশদভাবে উল্লেখ করা হবে। আজ দেশের সামনে আমাকে আশ্বস্ত করবেন নরেন্দ্র মোদীজি যে আপনি ছবির মুক্তি আটকে দেবেন না?'

দ্বিতীয় টুইটে পরিচালক বিনোদ কাপরি লেখেন, ‘আমার প্রথম টুইটের পর কিছু প্রযোজকের সঙ্গে কথাও হয়েছে। তাঁরা গুজরাট ফাইলস তৈরি করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী এখন যে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছেন, সেটা যে পরেও থাকবে এই নিশ্চয়তা প্রয়োজন।’ বিনোদ কাপ্রির টুইটে সমর্থন জানিয়েছেন অনেকেই। ধীরে ধীরে ভাইরাল(viral) হয়ে যায় টুইটটি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.