যুবি, মুরলীধরন, দিন্দা বেঙ্গালুরুতে। সাকিব, ইউসুফ, কালিস নাইটেই। পিটারসেন দিল্লির। সেওয়াগ পঞ্জাবে- নিলাম লাইভ

শুরু হয়ে গেল আইপিএল সেভেনের ক্রিকেটারদের কেনাবেচার নিলাম। বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেল চলছে এই নিলাম। ক্রিকেটারদের দলে কিনতে উপস্থিত সব ফ্র্যাঞ্চাইজি দলের কর্তাব্যক্তিরাই। ডলার নয় ভারতীয় মুদ্রায় এবারই প্রথম নিলাম হচ্ছে।

Updated By: Feb 12, 2014, 04:51 PM IST

শুরু হয়ে গেল আইপিএল সেভেনের ক্রিকেটারদের কেনাবেচার নিলাম। বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়া হোটেল চলছে এই নিলাম। দেখুন সেই নিলামের লাইভ আপডেট--

লক্ষ্মীরতন শুক্লা দেড় কোটি টাকায় দিল্লি ডেয়ারডেভিলসে।

মর্নি মর্কেলকে কিনল কলকাতা নাইট রাইর্ডাস। এই দক্ষিণ আফ্রিকান পেসারকে কিনতে খরচ হল ২.৮ কোটি টাকা।

দুপুর ১টা- জাহির খানকে ২.৬ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ন্স। প্রজ্ঞান ওঝা ৩.২৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ন্সে।

রাহুল শর্মা ১.৯ কোটি টাকায় দিল্লি ডেয়ারডেভিলসে।

দুপুর ১২টা-- শ্রীলঙ্কার কিংবদন্তি মুরলীধরনকে ১ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সকাল ১১.৪৫টা-- ইরফান পাঠানকে ২.৪০ কোটি টাকায় কিনল হায়দরাবাদ।

সকাল ১১.৪০টা- কেকেআর কিনল উমেশ যাদবকে

সকাল ১১.৩০টা- মহম্মদ সামিকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস। সামির দর ৪.২৫ কোটি টাকার

৯০ লক্ষ টাকায় রবি রামপালকে কিনল আরসিবি (বেঙ্গালুরু)। এর আগে আরসিবি কেনে যুবরাজ সিংকে।

ইশান্ত শর্মাকে ২.৬ কোটি টাকায় কিনল সান রাইজার্স হায়দ্রাবাদ।

দেড় কোটি টাকায় অশোক দিন্দা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব। ২.২ কোটি টাকায় ঋদ্ধি এলেন প্রীতি জিন্টার দলে।

সকাল ১১.৩০টা-- ইউসুফ পাঠানকে কিনল কলকাতা নাইট রাইডার্স। ইউসুফকে দলে পেতে কেকেআর-এর খরচ হল ৩.২৫ কোটি টাকা। Yusuf Pathan sold to KKR for Rs.3.25 crore

সকাল ১১.১৫টা- বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের সাকিবকে দলে পেতে কেকেআর-এর খরচ হল ২ কোটি ৮০ লক্ষ টাকা।

সকাল ১০.৫০টা- ব্র্যান্ডন ম্যাককুলামকে কিনল চেন্নাই সুপার কিংস। ম্যাককুলামকে কিনতে ধোনির দলের খরচ হল ৩.২৫ কোটি টাকা।

সকাল ১০.৪৫টা- দীনেশ কার্তিককে ১২.৫ কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।

সকাল ১০.৪৪টা-- ফাফ দু প্লেসিসকে কিনল চেন্নাই সুপার কিংস। প্লেসিসকে কিনতে চেন্নাইয়ের খরচ ৪.৭৫ কোটি টাকা।

বীরেন্দ্র সেওয়াগকে কিনল ৩.২০ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।

সকাল ১০.২০-- সাড়ে ৫ কোটি টাকায় কিংস ইলেভন পঞ্জাবে মিচেল জনসন।

সকাল ১০.১৫টা-- কেভিন পিটারসেনকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস। ৯ কোটি টাকায় পিটারসেনকে কিনল দিল্লি।

সকাল ১০.১০টা-- জাক কালিসকে কিনল কলকাতা। কালিস নাইট রাইর্ডাসেই ছিলেন।

নিলামে এসেছেন রণবীর কাপুর।

সকাল ১০.০৫টা-- মুরলী বিজয়কে কিনল দিল্লি ডেয়ারডেভিসল। বিজয়ের দর ৫ কোটি টাকা।

সকাল ১০টা-- ১৪ কোটি টাকায় যুবরাজ সিংকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সকলা ৯.৫০টা-- ডেভিড ওয়ার্নারকে কিনল সান রাইজার্স হায়দ্রাবাদ। সান সাড়ে ৫ কোটি টাকায় কিনল এই অসি ওপেনারকে।

ক্রিকেটারদের দলে কিনতে উপস্থিত সব ফ্র্যাঞ্চাইজি দলের কর্তাব্যক্তিরাই। ডলার নয় ভারতীয় মুদ্রায় এবারই প্রথম নিলাম হচ্ছে।

নিলামে উঠছেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। ২৭৪.৫০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। মুদগল কমিটির বিস্ফোরক রিপোর্টের মধ্যেই বুধবার বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল সাতের নিলাম। নিলামে উঠবেন বিশ্বক্রিকেটের ৫১৪জন খেলোয়াড়। যাদের মধ্যে ২১৯জন ক্রিকেটার ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

২৯২ জন আনক্যাপড ক্রিকেটারকেও নিলামে তোলা হবে। মনে করা হচ্ছে এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি চাহিদা হবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। অলরাউন্ডার জ্যাক কালিস,সেওযাগ,যুবরাজ,পিটারসনকে নিয়ে আগ্রহ তুঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলিতে। নিলামে সবমিলিয়ে ২৭৪.৫০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। একমাত্র গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস তাদের পাঁচজন করে ক্রিটারকে ধরে রেখেছে।

স্পট ফিক্সিং কাণ্ডের কোনও কলঙ্কের ছায়া নিলামে পড়ছে না। সবাই ব্যস্ত ছিপ ফেলে ক্রিকেটারদের দলে নিতে।

.