Neel-Trina-র বিয়ের বাসর, গান গাইলেন নবদম্পতি

বাসর ঘরে পাশাপাশি বসে গান গাইতে দেখা গেল তারকা দম্পতিকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Feb 5, 2021, 05:07 PM IST
Neel-Trina-র বিয়ের বাসর, গান গাইলেন নবদম্পতি

নিজস্ব প্রতিবেদন : বিয়ের অনুষ্ঠান হয়েছে জমকালো। বাসর রাতটাও মন্দ কাটল না নীল-তৃণার। বাসর ঘরে পাশাপাশি বসে গান গাইতে দেখা গেল তারকা দম্পতিকে। সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। 

সোশ্যালে উঠে আসা ভিডিয়োতে নীল-তৃণার গলায় শোনা গেল 'যব কোই বাত বিগর যায়ে' গান। নব দম্পতির সঙ্গে মিলে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেল তাঁদের এক বন্ধুকেও। নীল-তৃণার বিয়ের বাসরে তাঁদের একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুরাই উপস্থিত ছিলেন। চলুন দেখে নেওয়া যাক তারকা দম্পতির বিয়ের বাসরের কিছু মুহূর্ত।

আরও পড়ুন-  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল Neel-Trina র সিঁদুরদানের মুহূর্ত

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন-বাসন্তী পোলাও, চিতল মাছের মুইঠা, Neel-Trina-র বিয়ের মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া

'কৃষ্ণকলি' এবং 'খড়কুটো' এই দুই ধারাবাহিকের দৌলতে অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দর্শক মহলে বেশ জনপ্রিয়। টিভি পর্দার দুই তারকা যখন বাস্তবে সাতপাকে বাঁধা পড়ছেন, তখন তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। নীল-তৃণার মতোই তাঁদের প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও। অবশেষে ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শুভক্ষণে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন নীল-তৃণা।

টলিপাড়ার এই লাভবার্ডের বিয়ের অনুষ্ঠানও হয় ফিল্মি স্টাইলে। তপসিয়ার অর্কিড গার্ডেনে বসে নীল-তৃণার রাজকীয় বিয়ের আসর। হুডখোলা গাড়িতে বিয়ের আসরে পৌঁছন নীল ভট্টাচার্য। ছেলের বিয়েতে টাকা ওড়াতে দেখা যায় অভিনেতার বাবাকে। গানের সঙ্গে নাচতে নাচতে বিয়েতে পৌঁছন নীল এবং বরযাত্রীরা। অভিনেতা জামাইকে বরণ করেন তৃণা সাহার মা। এরপর নৌকা করে বিয়ের আসরে যান অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'। বিয়ের সমস্ত আয়োজনেই ফিল্মি স্টাইল। 

নীল-তৃণার বিয়ের আসরে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন টলিপাড়ার তারকারা। দেখা গেল সৃজিত-মিথিলাকে। হাজির হয়েছিলেন মডেল, অভিনেত্রী দর্শনা বণিক, ছিলেন 'খড়কুটো', 'কৃষ্ণকলি' ধারাবাহিকের কলাকুশলীরা। 

আরও পড়ুন-নাচতে নাচতে বিয়েতে হাজির বর, টাকা ওড়ালেন Neel-র বাবা

.