মা হলেন টেলি তারকা Anita Hassanandani

মা হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর স্বামী রোহিত রেড্ডি।

Updated By: Feb 10, 2021, 10:18 AM IST
মা হলেন টেলি তারকা Anita Hassanandani
অনিতা হাসনন্দানি

নিজস্ব প্রতিবেদন: মা হলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি। ৯ ফেব্রুয়ারি অনিতা এবং রোহিতের ঘরে আসে তাঁদের ছোট্ট অতিথি। মা হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর স্বামী রোহিত রেড্ডি। খুশির খবর দিয়ে 'ওহ বয়' বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন রোহিত।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অনিতার মা হওয়ার খবরে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান। সুখবরের জেরে শুভেচ্ছার বন্যায় ভেসে যান অনিতা, রোহিত। করণবীর ভোরা থেকে রণবিজয় সিং, অঙ্কিতা ভর্গব, অঙ্কিতা লোখন্ডে, বাণী জে-র মতো টেলি তারকারা অনিতা হাসনন্দানিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। 

আরও পড়ুন : ​সামাজিক মাধ্যমে ছবি, নেট পাড়ার কুকথার মুখে মধুমিতা

১৯৯৯ সালে ঐশ্বর্য রাইয়ের সুপারহিট ফিল্ম 'তাল'-এ দেখা যায় অনিতা হাসনন্দানিকে। এরপর বেশ কয়েকটি তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমা জগতে জনপ্রিয়তা পাওয়ার পর টেলিভিশনের পর্দায় চুটিয়ে কাজ করতে দেখা যায় অনিতাকে। বালাজি টেলিফিল্মসের হাত ধরে 'কভি সওতন কভি সহেলি', 'ক্যা হাদশা ক্যা হকিকত', 'কোয়ি আপনা সা', 'লাবণ্য' কিংবা হালফিলের 'নাগিন', একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় অনিতাকে। বালাজি টেলিফিল্মসের অন্যতম 'নায়িকা' বলা হয় অনিতাকে। ফলে অনিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পরপরই একতা কাপুরের তরফে 'বেবি শাওয়ারের' আয়োজন করা হয়। যেখানে করিশ্মা তান্না-সহ একাধিক জনপ্রিয় টেলি তারকাকে দেখা যায়।

আরও পড়ুন : বদলে গেল চেহারা, Kangana-র লুকে বড় চমক

সম্প্রতি তৃতীয় সন্তান আসছে বলে সুখবর দেন বলিউড অভিনেত্রী লিজা হেডন। ২০১৬ সালে দিনো লাওয়ানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন লিজা। বিয়ের পর ইতমিধ্যেই জ্যাক এবং লিও নামে দুই সন্তান এসেছে লিজা এবং দিনোর ঘরে। জ্যাক এবং লিওর পর এবার তৃতীয় সন্তান আসছে বলে অনুরাগীদের সুখবর দেন বলিউডের মডেল অভিনেত্রী।

আরও পড়ুন : রাজীব কাপুরের মৃত্যু, 'চিম্পু আঙ্কলকে' শেষ বিদায় Kareena, Karisma-র

লিজার পাশাপাশি আর কয়েকদিনের মধ্যে দ্বিতীয় সন্তানের মা হবেন করিনা কাপুর খান। ফেব্রুয়ারিতেই করিনা, সইফের ঘরে আরও এক খুদে অতিথি হাজির হবে বলে জানা যায়। যা নিয়ে 'সইফিনার' অনুরাগীরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত।

.