TV Actress Pallavi Dey Death: "সাগ্নিকের সঙ্গে লড়াই, ঝগড়া, মারপিট লেগেই থাকত", পল্লবীর কাছের মানুষের বিস্ফোরক অভিযোগ

ঘটনার দিন সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী (TV Actress Pallavi Dey)। তাঁকে ওইদিন কাজে আসতেও বলেছিলেন অভিনেত্রী। 

Updated By: May 16, 2022, 06:56 PM IST
TV Actress Pallavi Dey Death: "সাগ্নিকের সঙ্গে লড়াই, ঝগড়া, মারপিট লেগেই থাকত", পল্লবীর কাছের মানুষের বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: লিভ-ইন সম্পর্কে থাকাকালীন পল্লবীর (TV Actress Pallavi Dey) উপর শারীরিক অত্যাচার চালাত সাগ্নিক (Sagnik Chakraborty)। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর পরিবারের একজন।

জানা গিয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী (TV Actress Pallavi Dey)। তাঁকে ওইদিন কাজে আসতেও বলেছিলেন অভিনেত্রী। সময়মতো না আসা নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিও হয়। সেই পরিচারিকার কথা অনুযায়ী, মাঝে মাঝেই টাকা-পয়সা নিয়ে তাঁর ও সাগ্নিকের অশান্তি হত। একইদাবি করেছেন বাড়ির কেয়ারটেকারও। তবে রবিবার ঝগড়ার কোনও আওয়াজ পাওয়া যায়নি। তাহলে কী এমন হল যে পরিচারিকার আসার খবর অবধি নিয়েও আত্মহত্যা করতে গেলেন অভিনেত্রী? এই জট কাটাতেই তদন্তের দাবি জানাচ্ছে পল্লবীর পরিবার। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mistuu (@pallavidey153)

অভিনেত্রীর দিদি বলেন, "এক-দু'বছর হল বাড়িতে ও থাকত না। কাজে যাতায়াতে সুবিধা হত বলে, বাইরে থাকত। ওদের রেজিস্ট্রি হয়নি। ভালবাসত তাই একসঙ্গে থাকত। ওদের লড়াই, ঝগড়া মারপিট হত। এইসব চলতেই থাকত। কী নিয়ে সেটা বলতে পারব না। তবে দেখতাম, ওদের মধ্যে মারপিট, ঝগড়া হত।" ইতিমধ্যে সাগ্নিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার।   

আরও পড়ুন: Pallavi Dey-Sagnik Chakraborty: "দামি গাড়ি, কম বয়সে অঢেল পয়সা; কয়েকদিন আগেই সাগ্নিকের বাড়িতে যায় পুলিস"

আরও পড়ুন: TV Actress Pallavi Dey Death: 'ফ্ল্যাটে অন্য মেয়েদের আনত সাগ্নিক', পল্লবীর গড়ফার বাড়ি ঘিরে রহস্য
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.