`জলের তলায় রোমান্স`

জলের ভিতরে নায়ক এবং খলনায়কের অ্যাকশনের দৃশ্য বহুবার দেখা গেছে। কিন্তু জলের তলায় রোমান্স এই প্রথমবার দেখবেন দর্শক। পরিচালক এইচ আর শ্রীকান্তের দক্ষিণী ছবি `টিনেজ-ই-ভয়েসা-অনথরা`-য় এমনই আশ্চর্য ব্যাপারটা করে দেখালেন তিনি।

Updated By: Jan 9, 2012, 01:56 PM IST

জলের ভিতরে নায়ক এবং খলনায়কের অ্যাকশনের দৃশ্য বহুবার দেখা গেছে। কিন্তু জলের তলায় রোমান্স এই প্রথমবার দেখবেন দর্শক। পরিচালক এইচ আর শ্রীকান্তের দক্ষিণী ছবি `টিনেজ-ই-ভয়েসা-অনথরা`-য় এমনই আশ্চর্য ব্যাপারটা করে দেখালেন তিনি।
রবিবার বেঙ্গালুরুতে শুট হল এই ঐতিহাসিক দৃশ্য। জলের তলায় গানের তালে পা মেলালানে নায়ক-নায়িকা। অবশ্য এ প্রেম রিয়েল লাইফ প্রেম নয়, রিল লাইফ। সিনেমার প্রয়োজনেই এই অভিনব রোমান্সের দৃশ্য শুট হল। ছবির নাম `টিনেজ-ই-ভয়েসা-অনথরা`-মানে কৈশোরের জীবন আলাদা রকম। ছবির নামটার সঙ্গেই সামঞ্জস্য রেখে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টিনেজররা-কিষণ শ্রীকান্থ, তনভি গণেশ লঙ্কার, ভি মনোহর এবং আরো অনেকে। প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে বিশ্বে প্রথমবার শুট করা হল জলের তলায় নায়ক-নায়িকার রোমান্স, ব্যবহার করা হয়েছে আন্ডার ওয়াটার ক্যামেরা ও আধুনিক সব যন্ত্রপাতি। ৪ মিনিটের এই গানে রয়েছে ৪০০০০ জন টিনেজ এবং ৫০০ জন গায়ক। এই অভিনবতার জন্য গানটি স্থান পাবে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।

.