বাণী জে-র সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক? ছড়ায় জোর গুঞ্জন

কেউ কোনও মন্তব্য করেননি বিষয়টি নিয়ে 

Edited By: জয়িতা বসু | Updated By: May 6, 2020, 11:52 AM IST
বাণী জে-র সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক? ছড়ায় জোর গুঞ্জন

নিজস্ব প্রতিবেদন : শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান বাণী জে! যদিও বিষয়টি নিয়ে কখনও মুখে খোলেননি শাহিদ কাপুর। এমনকী, বাণীর সঙ্গে সব সময় শাহিদ দূরত্ব বজায় রাখতেন বলে শোনা যায়। এমনকী, শাহিদ-বাণী দুজনে একে অপরের ভাল বন্ধু বলে সব সময় দাবি করে আসেন।

আরও পড়ুন : বাঙালি-কন্যা টিনা দত্ত যেন আগুন ঝরাচ্ছেন, দেখুন

রিপোর্টে প্রকাশ, মিরা রাজপুতের সঙ্গে বিয়ের আগে বাণী কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। দুজনে প্রায়শই একসঙ্গে দেখা যেত। কিন্তু কেউ কখনও একে অপরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি শাহিদ-বাণী। শুধু তাই নয়, তাঁরা দুজন একে অপরের ভাল বন্ধু বলে বরাবর দাবি করে এসেছেন।

আরও পড়ুন : সবচেয়ে প্রিয় মানুষের কাছে চলে গিয়েছেন ঋষি, বাবার প্রয়ানে এবার এমনই বললেন রিদ্ধিমা

প্রসঙ্গত করিনা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর একে পর এক সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। কখনও প্রিয়াঙ্কা চোপড়া কখনও বিদ্যা বালান আবার কখনও টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গেও শাহিদ কাপুর সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও সানিয়ার সঙ্গে কখনওই তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জোর গলায় দাবি করেন শাহিদ কাপুর।

.