একরাশ লুচি, সঙ্গে হরেক ভাজা, মিষ্টি, জিতের জামাই ষষ্ঠী দেখেছেন!

খেতে পারবেন না বলেও ছাড় মেলেনি

Updated By: Jun 20, 2018, 11:45 AM IST
একরাশ লুচি, সঙ্গে হরেক ভাজা, মিষ্টি, জিতের জামাই ষষ্ঠী দেখেছেন!

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ছিল জামাই ষষ্ঠী। জামাই আদরের দিন বলে কথা, সেখানে কি কোনও কিছু কম পড়লে হয়? আর তাই এবার সামনে এল জিত-এর জামাই ষষ্ঠীর ছবি। যেখানে লুচি, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি, জিলিপি কী না ছিল।

আরও পড়ুন : নুসরতের বাড়িতে অঙ্কুশের জামাই আদর, দেখুন

বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন এই ভিডিও..

 

যেখানে জিত-এর পাতে একের পর এক খাবার দেওয়া হচ্ছে। কখনও গরম গরম লুচি, আবার কখনও বিভিন্ন ভাজা, আবার কখনও রং বেরঙের  মিষ্টি। এত খাবার খেতে পারবেন না বলে বার বার আবেদন করলেও, কেউ যেন জিত-এর কথা কানেই তোলেননি। যদিও, একটি সিনেমার দৃশ্যেই অভিনয় করতে দেখা গিয়েছে জিত-কে। আর সেই দৃশ্যই দেখা যায় জামাই ষষ্ঠীর দিন।

আরও পড়ুন :  আলিয়ার সন্তানকেই আপন করে নিতে চাইছেন রণবীর?

এদিকে জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক জামাইকে নিজের টুইটার হ্যান্ডেলে শুভেচ্ছাও জানান জিত। দেখুন অভিনেতার সেই টুইট...

 

.