WBFJA ২০২০: সেরা অভিনেতা ঋদ্ধি, সেরা অভিনেত্রী শুভশ্রী, আর কে কী পেলেন দেখুন

  WBFJA ২০২০র আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ঋদ্ধি সেন, সেরা অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 12, 2020, 06:40 PM IST
WBFJA ২০২০: সেরা অভিনেতা ঋদ্ধি, সেরা অভিনেত্রী শুভশ্রী, আর কে কী পেলেন দেখুন

নিজস্ব প্রতিবেদন: রবিবার প্রিয়া সিনেমাহলে বসেছিল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২০-র আসর। এবছর WBFJA পা রাখল চতুর্থ বর্ষে। অনুষ্ঠানে বাংলার সাংবাদিক, ফিল্ম সমালোচকদের বিচারে বেছে নেওয়া হল সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকদের।  WBFJA ২০২০র আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ঋদ্ধি সেন, সেরা অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

তবে WBFJA-২০২০-র মঞ্চে পুরস্কারের ঝুলি সবথেকে বেশি ভারি হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'নগরকীর্তন'-এর। মোট ৮টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি। 

আরও পড়ুন-'কিচ্ছু চাইনি আমি', সেরা 'প্লেব্যাক সিঙ্গার'-এর পুরস্কার জিতে গাইলেন অনির্বাণ

আর কে কী পুরস্কার জিতলেন চলুন দেখে নেওয়া যাক...

সেরা অভিনেতা- ঋদ্ধি সেন (নগরকীর্তন)

সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা) 

সেরা পরিচালক- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা ছবি- নগরকীর্তন (কৌশক গঙ্গোপাধ্যায়)

সেরা চিত্রনাট্য- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা অভিনেতা (জনপ্রিয়তার বিচারে)- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি) ও দেব (সাঁঝবাতি)

সেরা সহ অভিনেত্রী- সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র) ও লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

সেরা সহ অভিনেতা- রুদ্রনীল ঘোষ (কেদারা)

সেরা নবাগত অভিনেত্রী- তুহিনা দাস (ঘরে বাইরে আজ)

সেরা নবাগত পরিচালক- ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

সেরা গায়িকা - লগ্নজিতা ঘোষ (প্রেমে পড়া বারণ, ছবি- সোয়েটার)

সেরা গায়ক- অনির্বাণ ভট্টাচার্য (কিচ্ছু চাই নি আমি, শাহজাহান রিজেন্সি)

সেরা গীতিকার- দীপাংশু আচার্য (কিচ্ছু চাই নি আমি, শাহজাহান রিজেন্সি)

সেরা মিউজক- অনুপম রায় ও প্রসেন (শাহজাহান রিজেন্সি)

সেরা ব্যাক গ্রাউন্ড স্কোর- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা সাউন্ড ডিজাইনার-অনির্বাণ সেনগুপ্ত (কেদারা)

সেরা সিনেমাটোগ্রাফার- শুভঙ্কর ভর (কেদারা)

সেরা সম্পাদক- শুভজিত সিংহ

সেরা শিল্প নির্দেশক- শিবাজি পাল (গুমনামি)

সেরা মেক আপ- রাম রেজ্জাক (নগরকীর্তন)

সেরা কস্টিউম- গোবিন্দ মন্ডল (নগরকীর্তন)

এদিন জীবন কৃতি সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট) সৌমেন্দু রায় ('‌গুপী গাইন বাঘা বাইন'‌ থেকে শুরু করে সত্যজিৎ রায়ের একাধিক ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন সৌমেন্দু রায়। 

এদিন WBFJA-২০২০ পুরস্কার জিতে নেওয়ার খবর সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেনরা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেওয়ার কৃতিত্ব পরিচালক স্বামী রাজ চক্রবর্তীকেই দিয়েছেন শুভশ্রী।

পুরস্কার পাওয়ার পর কী বললেন বিজেতারা, তাঁদের মুখেই শুনে নিন...

এবছর WBFJA-র তরফে জনপ্রিয়তার বিচারে ১৭টি টেকনিক্যাল বিভাগে ৮টি মিলিয়ে মোট ২৫ টি পুরস্কার দেওয়া হয়। 

.