মা হওয়ার আগে জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করছেন? নিজেই জানালেন কনীনিকা

 Zee 24 ঘণ্টার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে একথাই জানালেন তিনি।

Updated By: May 21, 2019, 06:25 PM IST
মা হওয়ার আগে জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করছেন? নিজেই জানালেন কনীনিকা

রণিতা গোস্বামী : খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকার মা হওয়ার আনন্দ সেলিব্রেট করতে কিছুদিন আগেই তাঁর বন্ধুরা মিলে পার্ক হোটেলে আয়োজন করেছিলেন সাধ ভক্ষণের অনুষ্ঠান। তবে ডেলিভারির দিন ক্রমে এগিয়ে আসছে, এখন আর হৈ-হুল্লোর করে কাটানো সম্ভব হচ্ছে না। তাই মা হওয়ার মাত্র এক মাস আগের মুহূর্তে এসে জন্মদিনটা একান্তেই সেলিব্রেট করছেন অভিনেত্রী। Zee 24 ঘণ্টার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে একথাই জানালেন তিনি।

কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, '' আজকে আলাদা করে কিছুই সেলিব্রেট করছি না। তবে বিকেলে বের হবো। আমার হাসব্যান্ডের (সুরজিৎ হরি) সঙ্গে দেখা করে একসঙ্গে ডিনার করবো, তারপর একদম বাড়ি। প্রত্যেকবারের মতো এবারের জন্মদিনে কোনও সেলিব্রেশনই হচ্ছে না, তবে এবারটা আমার মনে হলো এক্কেবারেই বিশ্রাম করা উচিত। তাই যতটা সাবধানে থাকা যায়।''

কনীনিকা আরও জানান, ''চিকিৎসকরা এখনও ডেলিভারির জন্য কোনও ডেট দেননি। তবে আগামী মাসেই মা হচ্ছি, আর এটাই এখন আমার কাছে সবথেকে আনন্দের বিষয়।''

এদিকে জন্মদিনে কনীনিকাকে বিশেষ সারপ্রাইজ কেক উপহার দিয়েছেন তাঁর স্বামী সুরজিৎ হরি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

 সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে জন্মদিনের শুভচ্ছা জানিয়েছেন অনেকেই।

অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে  Zee ২৪ ঘণ্টার তরফেও রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা। 

.