উইকএন্ড কাটাতে কোথায় গেলেন যশ-নুসরত? কালার কো-অর্ডিনেটেড পোশাকে একই ব্যকগ্রাউন্ডে দুজনেই

 ধীরে প্রকাশ্যে আনছেন তাঁদের সম্পর্ক। তারই ইঙ্গিত দিচ্ছেন যুগল? জল্পনা বাড়ছে

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Jul 10, 2021, 08:00 PM IST
উইকএন্ড কাটাতে কোথায় গেলেন যশ-নুসরত? কালার কো-অর্ডিনেটেড পোশাকে একই ব্যকগ্রাউন্ডে দুজনেই

নিজস্ব প্রতিবেদন: বিতর্ক তাঁকে ঘিরে রয়েছে। মা হতে চলেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সন্তানের বাবা কে তা জানতে প্রতিদিনই কৌতুহল বাড়ছে নেটিজেনদের। নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে ভাল থাকার চেষ্টায় হবু মা। সক্কাল সক্কাল সেজেগুজে বেরিয়ে পড়েছেন তিনি। ইনস্টা স্টোরিতে একটি বুমেরাং পোস্ট করতেই জল্পনা শুরু হয়েছিল। এবার সামনে এল দুজনেরই ছবি।

আরও পড়ুন: ভাল থাকার উপায় খুঁজছেন নুসরত, সপ্তাহান্তে সেজেগুজে তৈরি হবু মা

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@yashdasgupta)

কিছুক্ষণ আগে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) তাঁর একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নীল টি শার্ট পড়ে সাদা পিলারের সামনে দাঁড়িয়ে তিনি, সবুজ উঁকি দিচ্ছে। ক্যাপশনে ব্ল্য়াক লভ এঁকেছেন অভিনেতা। তার কিছুক্ষের মধ্য়েই নুসরতের (Nusrat Jahan) পোস্ট জল্পনা বাড়াল। একই ব্যাকগ্রাউন্ডে নীল পোশাকে নুসরত। অন্য়দিক লুক তাঁর। সপ্তাহান্তে ছুটি কাটাতে বেড়িয়েছেন দুজনে। 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

মা হতে চলেছেন তাই মন ভাল রাখতেই হবে। সবুজের মাঝেই দিন কাটাবেন চর্চিত এই কাপল। সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন তাঁদের সম্পর্ক। তারই ইঙ্গিত দিচ্ছেন যুগল? জল্পনা বাড়ছেই। দুজনে একান্তে সময় কাটাচ্ছেন। আশা করা যায় উইকএন্ড বেশ ভালই কাটবে দুজনের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.