কেন্দ্র ভিত্তিক LIVE UPDATE: আলিপুরদুয়ার

লড়াই কাদের মধ্যে- দশরথ তিরকে তৃণমূল কংগ্রেস মনোহর তিরকে আরএসপি জোসেফ মুণ্ডা কংগ্রেস বীরেন্দ্র বোরা ওরাওঁ বিজেপি

Updated By: Apr 17, 2014, 06:10 PM IST

লড়াই কাদের মধ্যে-

দশরথ তিরকে তৃণমূল কংগ্রেস
মনোহর তিরকে আরএসপি
জোসেফ মুণ্ডা কংগ্রেস
বীরেন্দ্র বোরা ওরাওঁ বিজেপি

চলছে রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ। দেশের পঞ্চম দফা ও রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দিচ্ছে উত্তরবঙ্গের চার জেলা। দেখে নেব আলিপুরদুয়ারের ভোট এক নজরে-

বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার: আলিপুরদুয়ার - ৭৯%

ভোটদানের হার দুপুর ৩টে পর্যন্ত-আলিপুরদুয়ারে ৭২.৫ শতাংশ,

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার- আলিপুরদুয়ার ৬১%।

সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার-আলিপুরদুয়ারে-২২.৫২ শতাংশ।

সকাল ৮.২০- আলিপুরদুয়ার হাইস্কুলে উত্তেজনা।

সকাল ৮টা- দুটি বুথে ইভিএম বিভ্রাট। বিঘ্নিত ভোটগ্রহণ।

কংগ্রেস এজেন্টকে ভিতরে ঢুকতে বাধা। আলিপুরদুয়ারে অ‍ভিযুক্ত প্রিসাইডিং অফিসার। আপাতত ভোটগ্রহণ বন্ধ।

সকাল ৭.৩০টা-ভোট শুরু হতেই বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর আসছে। আলিপুরদুয়ারে বাম এজেন্টকে মারধর করার অভিযোগ।

সকাল ৭টা- শুরু হয়ে গেল ভোটগ্রহণ। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আলিপুরদুয়ার কেন্দ্রে মোট প্রার্থী ১০ জন
মোট ভোটার ১৪,৬৯,০৪২ জন
১৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে
পুরুষ ভোটার-৭৫৪৪৩৬জন
মহিলা ভোটার-৭১৪৫৯৮জন
তৃতীয় লিঙ্গের ভোটার-৮জন

.